রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

বাগাতিপাড়ায় উপজেলা জামায়াতের আমির গ্রেপ্তার 

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি  

বাগাতিপাড়ায় উপজেলা জামায়াতের আমির গ্রেপ্তার 

নাটোরের বাগাতিপাড়া উপজেলা জামায়াত ইসলামের আমির আফজাল হোসেনকে নাশকতার মামলায় গ্রেপ্তার করছে থানা পুলিশ। গত রোববার রাতে মালঞ্চি রেলগেটের পূর্ব পাশে পেড়াবাড়িয়া বাজারের একটি চায়ের স্টল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

উপজেলা জামায়াতের আমির আফজাল হোসেন পৌর এলাকার পেড়াবাড়িয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপারিনটেনডেন্ট ও পেড়াবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম এবং উপজেলা ইমাম সমিতির সভাপতি হিসেবে রয়েছেন।

বাগাতিপাড়া মডেল থানার ওসি মো. নান্নু খান বলেন, নাশকতার মামলায় বাগাতিপাড়া উপজেলা জামায়াত ইসলামের আমির আফজাল হোসেনকে রোববার রাতে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার (২০ নভেম্বর) তাকে আদালতের মাধ্যমে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়।

টিএইচ