শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

বাগাতিপাড়ায় গৃহবধূ ও ঠিকাদারের আত্মহত্যা!

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

বাগাতিপাড়ায় গৃহবধূ ও ঠিকাদারের আত্মহত্যা!

নাটোরের বাগাতিপাড়ায় ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে রাশিদা বেগম নামে এক গৃহবধূ ও গলায় ফাঁস নিয়ে মজিবর রহমান নামে এক ঠিকাদার আত্মহত্যা করেছে। 

সোমবার (১৮ নভেম্বর) পার্শ্ববর্তী লালপুর উপজেলার ফুলবাড়ি গ্রামে মেহগনি গাছের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে ঠিকাদার মজিবর রহমান। এসময় তার পকেটে একটি চিরকুট পাওয়া গেছে। মৃত মজিবর রহমান বাগাতিপাড়া উপজেলার সুইতিরপাড়া গ্রামের ধলু খানের ছেলে।

মজিবরের স্ত্রী হেলেনা বেগম ও স্থানীয়রা জানান, ভোরে মজিবর সুইতিরপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে বের হয়ে যায়। পরে লালপুর ধুপইলের ফুলবাড়ি গ্রামের বাবলু নামে এক ব্যক্তির নির্মাণাধীন বাড়ির আঙ্গিনায় মেহগনি গাছের সঙ্গে তার ঝুলন্ত লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে লালপুর থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এবিষয়ে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুমন চন্দ্র দাস বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হয়েছে। এছাড়া মরাদেহের পকেট থেকে একটি চিরকুট পাওয়া গেছে। সেটি যাচাই বাছাই করা হচ্ছে।

অপরদিকে গত রোববার রাতে বাগাতিপাড়া উপজেলার সদর ইউনিনিয়নের চকহরিরামপুর এলাকায় নিজ বাড়িতে গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধূ রাশিদা বেগম আত্মহত্যা করে। মৃত রাশিদা বেগম ওই গ্রামের আমিনুল ইসলামের স্ত্রী।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাশিদা বেগমের স্বামী আমিনুল ইসলাম চাকরির সুবাদে ঈশ্বরদীর রূপপুরে থাকেন। ঘটনার দিন ওই দুই সন্তানের ওপর অভিমান করে তিনি গ্যাস ট্যাবলেট খান। অনেক পরে প্রতিবেশীরা ওই সন্তানদের মাধ্যমে জানতে পেরে ওই বাড়িতে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পানর

বাগাতিপাড়া মডেল থানার ওসি আমিনুল হক জানান, সোমবার (১৮ নভেম্বর) গৃহবধূর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

টিএইচ