সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

বাগেরহাটে আ.লীগ নেতার বিচারের দাবিতে বিক্ষোভ

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে আ.লীগ নেতার বিচারের দাবিতে বিক্ষোভ

টানা ১৬ বছর ইউপি সদস্য থাকায় এলাকার মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও তার গড়া সন্ত্রাসীবাহিনী দিয়ে গ্রামে মাদক ব্যবসা জুয়া, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে অতিষ্ঠ করে তুলছেন এলাকার সাধারণ মানুষকে। 

এ ঘটনায় বাগেরহাটের মোরেলগঞ্জে রামচন্দ্রপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ড আ.লীগ সভাপতি আব্দুল অদুত খানের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা। অদুত খানসহ তার সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে স্বরাস্ট্র মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করা হয়েছে। 

সোমবার (২১ অক্টোবর) কামলা বাজারের প্রধান সড়কে মানববন্ধনে ভুক্তভোগী পরিবারসহ স্থানীয় দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেয়।

পরে অদুত খানসহ তার দোসরদের বিচারের দাবিতে কামলা বাজারে বিক্ষোভ মিছিল করেন।

টিএইচ