সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
ঢাকা সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ১৪ মাঘ ১৪৩১
The Daily Post

বাগেরহাটে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নারী নিহত

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নারী নিহত

বাগেরহাটে যাত্রীবাহী বাসচাপায় মায়া হালদার (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (৪ ফেব্রুয়ারি) বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের দড়াটানা টোলপ্লাজায় এ দুর্ঘটনা ঘটে। 

এসময় মোটরসাইকেল চালকসহ দুজন আহত হয়েছেন। নিহত মায়া হালদার বাগেরহাট সদর উপজেলার খাড়াসম্বল এলাকার অসীম হালদারের স্ত্রী।

বাগেরহাট মডেল থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, খাড়াসম্বল থেকে মোটরসাইকেলযোগে বাগেরহাটে আসছিলেন মায়া হালদারসহ তিনজন। টোলপ্লাজা এলাকায় পৌঁছালে মোরেলগঞ্জ থেকে আসা একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলের পিছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যায়। 

মোটরসাইকেল চালকসহ দুজন আহত হয়েছেন। নিহতের মরদেহ এবং আহতদের উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে নেয়া হয়েছে। মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এছাড়া বাসটিকে আটকের চেষ্টা চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

টিএইচ