শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
The Daily Post

বাগেরহাটে ২৭ মামলার আসামি অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে ২৭ মামলার আসামি অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার

বাগেরহাটের ফকিরহাটে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ ২৭ মামলার আসামি ইমরানকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে উপজেলার লখপুর ইউনিয়নের ছোটখাজুরা নিকারী পাড়ায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

এসময় তার কাছ থেকে একটি দেশীয় পিস্তল, ছয় রাউন্ড রাইফেলের গুলি এবং বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে আরও একটি অস্ত্র মামলা করেছে ফকিরহাট থানা পুলিশ। এর আগে তার নামে বিভিন্ন অপরাধে ২৭টি মামলা রয়েছে।

গ্রেপ্তার ইমরান ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের ছোটখাজুরা নিকারী পাড়া গ্রামের হযরত আলীর ছেলে।

ফকিরহাট মডেল থানার ওসি মো. আশরাফুল আলম বলেন, ইমরান পেশাদার ডাকাত। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ২৭টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে আরও একটি মামলা হয়েছে। 

টিএইচ