বাঘাইছড়ি উপজেলার একমাত্র সরকারি উচ্চ বিদ্যালয় কাচালং সরকারি উচ্চ বিদ্যালয়ের নবীনদের বরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ ফেব্রুয়ারি) বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দীন। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ আতিকুর রহমান, পদাতিক।
বিশেষ অতিথিদের মধ্যে মেজর জাকির হোসেন, বিজিবি এমএস, ইঞ্জিনিয়ার্স, উপ-অধিনায়ক, মারিশ্যা জোন (২৭ বিজিবি), উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্শন চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, কাচালং সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুজরুল ইসলাম, বাঘাইছড়ি থানা ওসি ইশতিয়াক আহম্মেদ, সাবেক পৌর প্রশাসক নিজাম উদ্দিন বাবু, বাঘাইছড়ি প্রেস ক্লাবের সভাপতি দিলীপ কুমার দাশ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন সহ স্থানীয় গণ্যামান্য ব্যাক্তিবর্গ, অভিভাবক বৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে, নবীন ছাত্রদের ফুল দিয়ে বরণ, কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধনা এবং ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।
টিএইচ