শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

বাঘাইছড়ি পৌর মেয়রের পদত্যাগ দাবিতে  বিক্ষোভ 

বাঘাইছড়ি (রাঙ্গামাটি)  প্রতিনিধি

বাঘাইছড়ি পৌর মেয়রের পদত্যাগ দাবিতে  বিক্ষোভ 

রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌর মেয়রের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান এবং পৌরসভায় অবস্থান কর্মসূচি পালন করেন বাঘাইছড়ির নির্যাতিত জনসাধারণ। 

রোববার (১৮ আগস্ট) পৌরসভা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে চৌমুহনী, উপজেলা সদরসহ বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে ইউএনওর কাছে স্মারকলিপি পেশ করেন এবং তাদের ১১ দফা দাবি তুলে ধরেন।

এসময়ে উপস্থিত ছিলেন মো. আবু জাহেদ, সেলিম জাবেদ ৩নং ওয়ার্ড জনসাধারণ, ভুক্তভোগী মোস্তফা কামাল, মো. রাকিব হোসেন, শারমিন আক্তার সাধারণ শিক্ষার্থী প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বর্তমান মেয়র জমির হোসেন নির্লজ্জার মত এখনো চেয়ারে বসে আছে, জনসাধারণ তার চেয়ার কেড়ে না নেয়ার আগে সসম্মানে পদত্যাগ করুন, কারণ আপনি কোন জনগণের ভোটে মেয়র না, ইভিএমে কারচুপির মাধ্যমে মেয়র হয়েছেন।

বক্তারা আরও বলেন, আজ ৭২ ঘণ্টা সময় শেষ হতে চলছে তাই আমরা পৌরসভার অবস্থান কর্মসূচি পালন করছি। মেয়র অনুপস্থিত থাকায় সাধারণ জনগণ পৌরসেবা থেকে বঞ্চিত রয়েছে।  বিভিন্ন ভুয়া প্রকল্পের মাধ্যমে দেড় কোটি টাকা আত্মসাৎ করে। বক্তব্য শেষে ১১ দফা দাবিসহ ইউএনও শিরীন আক্তারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেন।

টিএইচ