সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

বাঘায় নাশকতা মালায় সাবেক পৌরমেয়রসহ আটক ১১

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

বাঘায় নাশকতা মালায় সাবেক পৌরমেয়রসহ আটক ১১

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলামসহ ১১ জনকে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গত বুধবার রাতে নিজ নিজ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

আটকরা হলেন-আড়ানী সাবেক পৌরমেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম। তিনি আড়ানী পৌরসভার জোতরঘু গ্রামের মৃত মোজাহার হোসেনের ছেলে। উপজেলার ছাতারী গ্রামে মৃত আনার মণ্ডলের ছেলে জহুরুল ইসলাম, তার ভাই রুহুল আমিন, চকছাতারী গ্রামের মজিবর রহমানের ছেলে মুক্তার হোসেন, ক্ষুতি চয়ঘটি গ্রামের মৃত চয়েন উদ্দিনের ছেলে আসতুল আলী, আড়পাড়া গ্রামের মৃত ছপুর মণ্ডলের ছেলে মিলটন আলী, হামিদকুড়া গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে তবিবুর রহমান, বামনডাঙ্গা গ্রামের মৃত আমিরুল ইসলামের ছেলে মশিউর রহমান, বড়ছয়ঘটি গ্রামের মৃত মছের উদ্দিনের ছেলে ফরিদ আহমেদ, হিজলপল্লী গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে রব্বিল আলী, ছাতারী গ্রামের আক্কাস আলীর ছেলে আকতার হোসেন।

এ বিষয়ে বাঘা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, গত মঙ্গলবার রাতে বাঘা-চারঘাট মহাসড়কের বাঘা উপজেলার ছাতারী প্রাণিসম্পদ অফিসের সামনে ককটেল নিক্ষেপে চলন্ত ট্রাকের ডাইভার মানিক দাস গুরুতর আহত হয়েছে। 

এছাড়া ট্রাকের সামনের অংশ সম্পুর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ককটেল বিস্ফোরণের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে। আটকদের গত বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

টিএইচ