সাতক্ষীরার তালা উপজেলায় যুব-নেতৃত্বে স্থানীয় পর্যায়ে ঝুঁকি মোকাবিলা ও পরিকল্পনা প্রণয়নপূর্বক বাজেটে অন্তর্ভুক্তকরণ বিষয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) তালা উপজেলা প্রাণিসম্পদ অফিসে বেসরকারি উন্নয়ন সংস্থা সিডো বাস্তবায়নে অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় যুব-নেতৃত্বে স্থানীয় পর্যায়ে দুর্যোগে ঝুঁকি মোকাবিলা ও পরিকল্পনা প্রণয়নপূর্বক বাজেটে অন্তর্ভুক্তকরণ বিষয়ে সরকারি কর্মকর্তা, স্থানীয় সরকার ও অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে অ্যাডভোকেসি সভায় সিডো সংস্থার প্রধান নির্বাহী, শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাজিরা খাতুন, উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা তালা মো. কামাল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মাসুম বিল্লাহ, জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন্নাহার, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আমিরুল ইসলাম, ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, নগরঘাটা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শিব প্রসাদ মণ্ডল, প্রশাসনিক কর্মকর্তা আমিনুর রশিদ, তালা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হাকিম, ভূমিজ ফাউন্ডেশন সমন্বয়কারী অচিন্ত সাহা, আমার বন্ধু ফাউন্ডেশনের সভাপতি নাহিদ হাসান।
অ্যাডভোকেসিতে স্বাগত বক্তব্য প্রদান করেন সিডো সংস্থার প্রধান নির্বাহী, শ্যামল কুমার বিশ্বাস। প্রকল্পের কার্যক্রম ও প্রোগ্রামের লক্ষ্য-উদ্দেশ্য ও কর্মসূচির প্রতিবেদন উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী মো. তহিদুজ্জামান (তহিদ)।
টিএইচ