বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
The Daily Post

বাঞ্ছারামপুরের কিশোরী ধর্ষণ মামলা একজন গ্রেপ্তার 

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 

বাঞ্ছারামপুরের কিশোরী ধর্ষণ মামলা একজন গ্রেপ্তার 

ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে ১১ বছর বয়সী এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষেণের অভিযোগ উঠেছে। ওই কিশোরীর বাড়ি উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের ভুরভুরিয়া গ্রামে। 

অভিযুক্ত ফারুক মিয়া (৩৫) একই ইউনিয়নের ভুরভুরিয়া গ্রামের মৃত শাহজাহান মেম্বারের ছেলে। এ ঘটনায় গত শনিবার কিশোরীর মা বাদী হয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় একটি মামলা করেন। 

অভিযোগের ভিত্তিতে বাঞ্ছারামপুর মডেল থানার পুলিশের এসআই নুরুজ্জামানে সঙ্গীও ফোর্স নিয়ে ফারুক মিয়াকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করে আজ দুপুরে ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতে পেরণ করেছেন।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৫ ফেব্রুয়ারি কিশোরী তার বান্ধবীর নানির বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে নিজ বাড়ি হতে বের হয়। যাওয়ার পথে ভিকটিম পথ হারালে মামলার আসামি ফারুক মিয়ার সঙ্গে পথে দেখা হয়। 

আসামি ভিকটিমের বান্ধবীর নানির বাড়ি চিনে এবং ভিকটিমকে পথ দেখিয়ে দিবে বলে ভুরভুরিয়া গ্রামের মনু মিয়ার বাড়ি সংলগ্ন ভুট্টা ক্ষেতের ভিতর নিয়ে যায়। পরে ভিকটিমকে ধর্ষণ করে। বিষয়টি ভিকটিম তার পরিবারের লোকজনকে অবহিত করলে ভিকটিমের মা বাদী হয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় মামলা করেন। 

এ ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুজন চন্দ্র পাল জানান, অভিযুক্ত ফারুক মিয়াকে গ্রেপ্তার করে আদালতে পেরণ করা হয়েছে।

টিএইচ