বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বানিয়াচং উপজেলা পরিষদের নবনির্মিত প্রশাসনিক ভবনের উদ্বোধন 

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি 

বানিয়াচং উপজেলা পরিষদের নবনির্মিত প্রশাসনিক ভবনের উদ্বোধন 

বানিয়াচং উপজেলা পরিষদের নবনির্মিত প্রশাসনিক ভবনের উদ্ধোধন করা হয়েছে। উদ্ধোধন অনুষ্ঠানে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

শনিবার (১১ নভেম্বর) বানিয়াচং উপজেলা পরিষদের নবনির্মিত প্রশাসনিক ভবনের উদ্ধোধন শেষে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত  জনসভায় সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি আবুল কাসেম চৌধুরী। 

 জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের স্থানীয় এমপি ও সংসদীয় স্থায়ী কমিঠির সভাপতি অ্যাড. আব্দুল মজিদ খান, সিলেট সিটিমেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, এলজিআরডির প্রধান প্রকৌশলী আক্তারুজ্জামান, হবিগঞ্জ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, জার্মান আ.লীগের সাধারণ সম্পাদক আব্বাস চৌধুরী, উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক আংগুর মিয়া, ইউপি চেয়ারম্যান শেখ শামসুল হক প্রমুখ।

টিএইচ