সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

বান্দরবানে দুই মাদক কারবারি আটক 

বান্দরবান প্রতিনিধি 

বান্দরবানে দুই মাদক কারবারি আটক 

বান্দরবানে মাদক ও ইয়াবাসহ দুই কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গত শুক্রবার দিবাগত রাতে বান্দরবান বাজারস্থ মমতাজ হোটেলের সিঁড়ি থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন, কক্সবাজার চকরিয়া পৌর এলাকার নুরুল হকের  ছেলে আবুল কালাম (২৮) ও বান্দরবান সদরস্থ আর্মি পাড়া এলাকার মৃত হাবিব মোল্লার ছেলে মো. সুজন (৩৭)।

পুলিশ সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা সংস্থার উপ-পুলিশ পরিদর্শক জীবন চৌধুরীর নেতৃত্বে বান্দরবান সদরস্থ বান্দরবান বাজারের মমতাজ হোটেলে অভিযান পরিচালনা করে বিক্রয়ের উদ্দেশ্যে মাদক নিজ হেফাজতে রাখার দায়ে ৫১০ ইয়াবাসহ আবুল কালাম (২৮) ও মো. সুজন (৩৭) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি)।

জেলা গোয়েন্দা সংস্থার উপ-পুলিশ পরিদর্শক জীবন চৌধুরী জানান, জেলা গোয়েন্দা শাখা, বান্দরবান সর্বদা সচেষ্ট থেকে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।

টিএইচ