শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১
The Daily Post

বান্দরবান সেনা রিজিয়ন আয়োজনে আন্তঃপাড়া ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত 

থানচি (বান্দরবান) প্রতিনিধি

বান্দরবান সেনা রিজিয়ন আয়োজনে আন্তঃপাড়া ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত 

বান্দরবানের সেনা রিজিয়ন আয়োজনে ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সার্বিক তত্ত্বাবধায়নে রুমা বাকলাই পাড়া সাব-জোন এ আন্তঃপাড়া ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বাকলাই পাড়া ফুটবল মাঠে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এই ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন করা হয়।

বাকলাই পাড়া সাব-জোন আন্তঃপাড়া ফুটবল প্রতিযোগিতায় সর্বমোট ১৩টি দল অংশগ্রহণ করে। বাকলাই পাড়া, প্রাতা পাড়া, বাসিরাম পাড়া, কুংলাই পাড়া, কাইথন পাড়া, শিমলম্বি পাড়া, শেরকর পাড়া, দোলাচরণ পাড়া, নয়াচরণ পাড়া, হানজরাই পাড়া, ধোনারাম পাড়া, বল্লম পাড়া ও বঙ্কুপাড়াসহ মোট ১৩টি দল ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।

বাকলাই পাড়া বনাম প্রাতা পাড়া ফুটবল দলের খেলার মধ্যে দিয়ে বাকলাই পাড়া সাব-জোন আন্তঃপাড়া ফুটবল প্রতিযোগিতার শুভ সূচনা করা হয়।

আন্তঃপাড়া ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাকলাই পাড়া সাব জোনের সাব-জোন কমান্ডার মেজর মহেববুল্লাহ্ সাদী পদাতিক। বিশেষ অতিথি ছিলেন ৩নং থানচি সদরের চেয়ারম্যান অং প্রো ম্নো, ইউপি সদস্য জীবন ত্রিপুরা ও ইউপি সদস্য কোয়াল কার বম প্রমুখ। এছাড়াও অত্র সাব-জোনের অফিসার, জেসিও, সেনা সদস্যরা ও বাকলাই পাড়া সাব-জোনের ক্রীড়া প্রেমী মানুষরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানটি আরো প্রাণবন্ত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, খেলার মাঠে আমাদের মধ্যে কোন প্রকার বৈষম্য নাই বরং আমরা সবাই খেলোওয়াড়। ফুটবলের মাধ্যমে বিভেদ নয় বরং ঐক্য গড়ে তুলতে হবে। সকলকে একযোগে কাজ করে ফুটবলকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। ফুটবলের মাধ্যমে পাহাড়ে সামপ্রদায়িক দূর করে সমপ্রীতির গড়ে তুলতে হবে।

টিএইচ