বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বামনায় আবাসন থেকে নারী মাদক ব্যবসায়ীকে অপসারণ দাবি 

বরগুনা প্রতিনিধি

বামনায় আবাসন থেকে নারী মাদক ব্যবসায়ীকে অপসারণ দাবি 

বরগুনার বামনা উপজেলার দক্ষিণ রামনার ৬৪ ঘর আবাসনে মাদক ব্যবসায়ী শিরিনের আবাসন থেকে অপসারণ ও বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। রোববার (২২ সেপ্টেম্বর) আবাসনের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে তারা। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, উত্তর কাকচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাশেদুজ্জামান রিয়াজ, সমাজ সেবক মো. কামরুজ্জামান ও ৬৪ ঘরের নারী পুরুষরা।
 
এ বিষয়ে বিক্ষুব্ধ এলাকাসী বলেন, শিরিন দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছে। তার কারণে এলাকার যুবকরা নষ্ট হচ্ছে। এছাড়া সে খারাপ কাজের সঙ্গে জড়িত। তার স্বামী সুমন হত্যা মামলার আসামি। তারা এলাকার মানুষকে কোন রকম মূল্যায়ন করছে না। 

আমরা ওর অত্যাচার অতিষ্ঠ। ওরে এই আবাসন থেকে না সরিয়ে দিলে আমরা ৬৩টা পরিবার এখান থেকে চলে যাবো। আমরা ওর কঠিন বিচার চাই। 

টিএইচ