বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বামনায় শ্বাসরোধে বৃদ্ধাকে হত্যা

বামনা (বরগুনা) প্রতিনিধি

বামনায় শ্বাসরোধে বৃদ্ধাকে হত্যা

বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের উত্তর কাকচিড়া গ্রামে এক প্রবাসীর বাড়িতে ডাকাতি সংগঠিত হয়েছে। এসময় ডাকাতদল ওই প্রবাসীর বৃদ্ধ মাকে শ্বাসরোধ করে হত্যা করে মালামাল লুটে নেয়। নিহত ওই বৃদ্ধার নাম মোসা. ফাতিমা বেগম। তিনি ওই গ্রামের খোরশেদ জমাদ্দারের স্ত্রী। 

গত বুধবার রাতে এ ডাকাতির ঘটনা সংগঠিত হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে বামনা থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে বৃদ্ধার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। তবে এ হত্যাকাণ্ডের ঘটনায় বামনা থানায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ করা হয়নি বলে জানান বামনা থানার ওসি হারুণ অর রশিদ হাওলাদার। 

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে উত্তর কাকচিড়া গ্রামের প্রবাসী মাসুদ ও ইলিয়াসের বাড়িতে ডাকাত দল হামলা করে। এসময় বাড়িতে তাদের বৃদ্ধ মা ফাতিমা বেগম ও শতবর্ষী বৃদ্ধ বাবা খোরশেদ জমাদ্দার ছিলেন। 

খোরশেদ জমাদ্দার জানায়, ডাকাতদের মধ্যে একজন ঘরের দরজায় নক করে। তখন আমার স্ত্রী দরজা খুলে দিলে ডাকাতরা ঘরে ঢুকে পড়ে। এসময় আমার স্ত্রী ডাকাতদের চিনে ফেলায় তারা আমাকে বেঁধে ফেলে এবং আমার স্ত্রীরির গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলে।  

এব্যাপারে বামনা থানার ওসি মো. হারুন অর রশিদ হাওলাদার বলেন, আমি পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছিলাম। মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষে থানায় কোন লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 

টিএইচ