বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বারহাট্টায় ইয়াবাসহ আটক ১

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি

বারহাট্টায় ইয়াবাসহ আটক ১

নেত্রকোনার বারহাট্টায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ চেক পয়েন্টে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার ফায়ার সার্ভিস এলাকায় এই যৌথ চেক পয়েন্ট পরিচালনা করা হয়। 

১২৪২ পিস ইয়াবাসহ আটক হওয়া মাদক কারবারির নাম মানিক (৪০)। সে পার্শ্ববর্তী মোহনগঞ্জ উপজেলার মাঘান গ্রামের কালাচান মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বারহাট্টা থানার অফিসার ইনচার্জ মো. কামরুল হাসান।

সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা যায়, মোহনগঞ্জ সেনা ক্যাম্প থেকে নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছিল। তারই অংশ হিসেবে শুক্রবার (৮ নভেম্বর) বারহাট্টা উপজেলার ফায়ার স্টেশন এলাকায় বারহাট্টা থানা পুলিশের সাথে যৌথ চেকপয়েন্ট পরিচালনা করা হয়। 

এ সময় মোটরসাইকেল আরোহী মাদক কারবারি মানিক (৪০) নামক ব্যক্তিকে  ইয়াবাসহ আটক করা হয়। মাদকদ্রব্য ও মাদক নির্মূলে পুলিশকে নিয়ে সেনাবাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে।

বারহাট্টা থানার অফিসার ইনচার্জ মো. কামরুল হাসান জানান, আটককৃত ইয়াবা ব্যবসায়ী মানিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পক্রিয়াধীন। আইনি প্রক্রিয়া শেষে থাকে আদালতে প্রেরণ করা হবে।

টিএইচ