সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

বারহাট্টায় উপজেলা নির্বাচনে আ.লীগের মধ্যেই প্রতিদ্বন্দ্বীতা

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি

বারহাট্টায় উপজেলা নির্বাচনে আ.লীগের মধ্যেই প্রতিদ্বন্দ্বীতা

নেত্রকোনার বারহাট্টায় উপজেলা নির্বাচনে আ.লীগের নেতার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বীতা করছেন আ.লীগেরই আরেক নেতা। এই উপজেলায় অন্য কোনো রাজনৈতিক দল থেকে প্রতিদ্বন্দ্বীতায় দেখা যায়নি কাউকে। তাই উপজেলা আ.লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সমর্থনে দুটি ভাগে বিভক্ত হয়ে হচ্ছে ভোটের লড়াই।

৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে ২য় ধাপে বারহাট্টা উপজেলায় ভোট গ্রহণ হবে ২১মে। নির্বাচনে দুজন চেয়ারম্যান, তিনজন ভাইস চেয়ারম্যান ও পাঁচজন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন। এই উপজেলায় যারা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন তারা সবাই আ.লীগের লোক। চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করছেন সাবেক উপজেলা চেয়ারম্যান খাইরুল কবীর খোকন। 

উপজেলা চেয়ারম্যান পদের অপর প্রার্থী কাজী সাখাওয়াত হোসেন। তিনি ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করছেন। 

ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছেন আ.লীগ নেতা মো. আশরাফুজ্জামান নয়ন ফকির। তার প্রতীক তালা। এছাড়াও রয়েছেন শাহিনুর রহমান শাহীন (মাইক)। এই পদে আরও নির্বাচন করছেন মো. রুবেল হোসেন (টিউবওয়েল)।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে, সন্ধ্যারাণী রাণী রায় (পদ্মফুল), রুবি আক্তার (ফুটবল), খাদিজা বেগম (হাঁস), খেলন আক্তার খাতুন (কলস)। এছাড়া আরও রয়েছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার শায়েলা (বৈদ্যুতিক পাখা)।

উম্মুক্ত এ নির্বাচনে আ.লীগ ছাড়া অন্য কোনো দল বা স্বতন্ত্র প্রার্থী নেই। নির্বাচন ঘিরে দুই প্যানেলে বিভক্ত হয়ে পড়েছে স্থানীয় আ.লীগ। বারহাট্টা উপজেলার ৭টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫৭ হাজার। ভোট কেন্দ্রের সংখ্যা ৫৯ টি।

টিএইচ