সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

বারহাট্টায় নবাগত ইউএনওর সাথে মতবিনিময় 

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি

বারহাট্টায় নবাগত ইউএনওর সাথে মতবিনিময় 

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় নতুন উপজেলা নিবার্হী অফিসারের সাথে উপজেলার সকল স্তরের ব্যক্তিবর্গের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ আগস্ট) উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাইনুল হক কাশেম, উপজেলা সহকারী কমিশনার ভূমি সানজিদা চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল হাসান, উপজেলা আ.লীগের সভাপতি খাইরুল কবীর খোকন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন আজাদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার শায়েলা, উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাহ আব্দুল কাদির ও বারহাট্টা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ বাবুল প্রমুখ।

মতবিনিময় সভায় সাহতা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান চঞ্চল, আসমা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম ছন্দু, চিরাম ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমানসহ উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, শিক্ষক প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ, শিল্পকলা একাডেমির সদস্য, ক্রীড়া সংগঠকের সদস্যরা উপস্থিত ছিলেন। নবাগত উপজেলা নিবার্হী অফিসার সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।    

টিএইচ