সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

বারহাট্টায় বলগেটের ধাক্কায় ট্রলার ডুবে একজন নিখোঁজ 

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি

বারহাট্টায় বলগেটের ধাক্কায় ট্রলার ডুবে একজন নিখোঁজ 

নেত্রকোনার বারহাট্টায় ধনাই নদীতে বালুবাহী বলগেটের সাথে যাত্রীবাহী ট্রলারের মুখোমুখি সংঘর্ষে সেলিম মিয়া (৪০) নামে একজন নিখোঁজ হয়েছেন। গত রোববার রাতে ধনাই নদীর সাহতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ মাঝি সেলিম মিয়া উপজেলার সাহতা  ইউনিয়নের সাবানিয়া গ্রামের মোকশেদ মিয়ার ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার রাতের অন্ধকারে ধনাই নদীতে বালুবাহী বলগেটের সাথে ট্রলারের সংঘর্ষ হলে ট্রলারটি ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলারের ৭ জন যাত্রীর মধ্যে ৬ জন সাঁতরে তীরে আসলেও ট্রলারের চালক সেলিম মিয়া নদীতে পড়ে নিখোঁজ হন। 

দুর্ঘটনার খবর পেয়ে রাত থেকেই বারহাট্টা  ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশি করেও নিখোঁজ সেলিম মিয়ার কোন সন্ধান পায়নি। তবে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করছে ডুবুরিরা।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের লিডার সাইফুল ইসলাম বলেন, আমরা সোমবার (৯ অক্টোবর) ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিয়ে আবারো নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধার অভিযান শুরু করেছি। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ সেলিম মিয়ার কোন সন্ধান পায়নি ডুবুরি দল।

টিএইচ