বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বারহাট্টায় বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি

বারহাট্টায় বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

নেত্রকোনার বারহাট্টায় সবজি ক্ষেতে পানি সেচ দিতে গিয়ে আপন চন্দ্র দাস (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সিংধা ইউনিয়নের বাসাউড়া গ্রামে এই ঘটনা ঘটে। 

আপন এই গ্রামের নকুল কুমার দাসের ছেলে ও এলাকার ননি গোপাল মঞ্জুশ্রী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। বারহাট্টার থানার ওসি খোকন কুমার সাহা বিষয়টি জানিয়েছেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, আপন চন্দ্র দাস মাগরিবের নামাজের আগে তাদের বাড়ির পিছনের লালশাকের ক্ষেতে পানি দিতে যায়। এ সময় ক্ষেতের পাশের মোটরের সাথে সংযুক্ত বৈদ্যুতিক ক্যাবল তার গলায় পেচিয়ে গেলে সে আহত হয়। উদ্ধার করে পার্শ্ববর্তী মোহনগঞ্জ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বারহাট্টা থানার ওসি খোকন কুমার সাহা জানান এই বিষয়ে এখন পর্যন্ত কোন ধরনের অভিযোগ পাইনি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

টিএইচ