সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

বারহাট্টায় ১৬৫ বস্তা ভারতীয় চিনিসহ দুজন আটক 

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি

বারহাট্টায় ১৬৫ বস্তা ভারতীয় চিনিসহ দুজন আটক 

শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাই পথে আনা ৮ হাজার ২৫০ কেজি (১৬৫ বস্তা) ভারতীয় চিনিসহ ২ চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় চোরাচালানের কাজে ব্যবহূত চিনি বহন করা ২ টি পিকআপ গাড়ি জব্দ করা হয়। গত সোমবার উপজেলার সাহতা ইউনিয়নের দেউলী এলাকা থেকে এসব চিনি জব্দ করা হয়। 

আটকরা হচ্ছেন কেন্দুয়া উপজেলার কালিয়ান গ্রামের আক্তার আলীর ছেলে আব্দুল্লাহ (৩১) ও ঈশ্বরগঞ্জ উপজেলার বিষ্ণপুর গ্রামের আবুল হাসেম সরকারের ছেলে হিমেল (২০)। 

পুলিশ জানায়, ভারত থেকে চোরাই পথে আনা চিনি দেশীয় কোম্পানির চিনির বস্তায় ভর্তি করে দেশের বিভিন্ন স্থানে পাচার হয়। তাই চিনি চোরাকারবারিদের ধরতে প্রশাসন সবসময় সতর্ক থেকে অভিযান পরিচালনা করে। 

ঘটনার সময় এসআই (নি.) মো. সুমন মিয়া সঙ্গীয় অফিসার ফোর্সসহ কিলো-ডের জরুরি ডিউটি করছিলেন। তখন বারহাট্টা থানাধীন দেউলী সাকিনস্থ জামে মসজিদের সামনের রাস্তায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে আনা এসব চিনি আটক করেন। 

এসময় ২ টি পিকআপে ৫০ কেজির বস্তায় ভরা ১৬৫ বস্তা চিনি জব্দ ও ২ জন চোরাকারবারিকে আটক করা হয়। জব্দ করা চিনির বর্তমান বাজারমূল্য ৯ লাখ ৯০ হাজার টাকা।

বারহাট্টা  থানার ওসি খোকন কুমার সাহা জানান, শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধ পথে চিনির বস্তাগুলো আনা হয়েছে। আইনি কার্যক্রম শেষে আটকদের আদালতে পাঠানো হয়েছে।

টিএইচ