সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

বারহাট্টায় ৭০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার 

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি

বারহাট্টায় ৭০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার 

নেত্রকোনার বারহাট্টায় সরকারি শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে আসা ৭০ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। উপজেলার গোপালপুর বাজারের ব্যবসায়ী আমিরুল ইসলাম রনির গুদাম থেকে গত শনিবার এ চিনি উদ্ধার করা হয়।

বারহাট্টা থানার ওসি খোকন কুমার সাহা বলেন, গত শনিবার গোপালপুর বাজারের পশ্চিম দিকে বারহাট্টা-নেত্রকোণা সড়কের পাশে ট্রাক থেকে ভারতীয় চিনির বস্তা আনলোড করা হচ্ছে। 

এই খবরের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে থানার উপ-পরিদর্শক (তদন্ত) আবু সায়েম আব্দুর রহমানের নেতৃত্বে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ততক্ষণে চিনিবাহী গাড়িটি চলে যায়। 

পরে অভিযান চালিয়ে মোখলেছ মিয়ার মালিকানাধীন ভাড়াটিয়া আমিরুল ইসলাম রনির গুদাম থেকে ৫০ কেজির ৭০ বস্তা চিনি জব্দ করে থানায় নিয়ে আসা হয়। 

ওসি খোকন কুমার সাহা বলেন, জব্দ চিনির আনুমানিক মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা হতে পারে। ঘটনার সাথে জড়িতদের সনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

টিএইচ