বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে সার্ক এগ্রিকালচার সেন্টারের আয়োজনে ইনস্টিটিউটের সেমিনার কক্ষে বুধবার (২৪ এপ্রিল) ‘সার্ক অঞ্চলে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার টেকনোলজিস বিষয়ক’ সমাপনী কর্মশালার সনদ বিতরণ ও অতিথিদের উপহার প্রদান করা হয়েছে।
কর্মশালাটি ২২ এপ্রিল শুরু হয়ে বুধবার (২৪ এপ্রিল) শেষ হয়।
এর পুর্বে প্রতিনিধি দল বারির বিভিন্ন গবেষণাগার ও গবেষণা মাঠ পরিদর্শন, ইনস্টিটিউটের বর্তমান কার্যক্রম, অগ্রগতি, সাফল্য দেখে সন্তোষ প্রকাশ করেন। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকারের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি নির্বাহী চেয়ারম্যান, বাংলাদশে কৃষি গবষেণা কাউন্সিল ড. শেখ মোহাম্মদ বখতিয়ার বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি প্রশিক্ষণ পরিচালক ড. মো. তারিকুল ইসলাম, সার্ক এগ্রিকালচার পরিচালক ড. মো. হারুন অর রশীদ, রিসার্চ কো-অর্ডিনেটর, আইএফপিআরআই-এসএআর, ড. মমতা প্রধান, সেবা পরিচালক ড. ফেরদৌসী ইসলাম; পরিকল্পনা পরিচালক ড. মো. আবু হেনা ছরোয়ার জাহান বক্তব্য রাখেন।
টিএইচ