বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বালিয়াকান্দিতে গলায় ফাঁস নিয়ে বৃদ্ধার আত্মহত্যা 

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি 

বালিয়াকান্দিতে গলায় ফাঁস নিয়ে বৃদ্ধার আত্মহত্যা 

রাজবাড়ীর বালিয়াকান্দিতে হাজরা বেগম (৬২) নামে এক বৃদ্ধা গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। তিনি বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের কুড়িপাড়া পদমদী গ্রামের মৃত খালেক মণ্ডলের স্ত্রী। 

শনিবার (২৭ মে) বালিয়াকান্দি থানার নবাবপুর ইউনিয়ন কুড়িপাড়া পদমদি গ্রামের চন্দনা নদীর পাড়ে আমগাছ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে।

বালিয়াকান্দি থানা পুলিশ জানিয়েছেন, গত শুক্রবার হাজরা বেগম তার বোন সাহিদা বেগমের বাড়িতে যাবে বলে ছেলের বউকে বলে এবং বাড়ি হতে চলে যায়। শনিবার (২৭ মে) বাড়ির অদূরে  চন্দনা নদীর পাড়ে হারেজ মণ্ডলের আম গাছের ডালের সাথে গলায় কাপড় পেঁচিয়ে ফাঁস নেয়া ঝুলন্ত লাশ দেখতে পায়। 
 
ছেলের বউ হীরা বেগম ও প্রতিবেশীরা বলেন, হাজেরা বেগমকে সকালে রিফাত (১২) আম কুড়াতে গেলে  গলায় কাপড় পেচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখে। রিফাতের ডাক চিৎকারে আশেপাশের লোকজন ও হাজেরার ছেলে হাফিজ মণ্ডল আম গাছ থেকে নিচে নামায়। ছেলে ও আত্মীয়স্বজনের ধারণা অসুস্থতার কারণে আত্মহত্যা করতে পারে বলে ধারণা।

বালিয়াকান্দি থানার ওসি আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে প্রেরণ করা হয়েছে।
 
টিএইচ