মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

বাল্যবিয়ে ও শিশুদের ওপর সহিংসতা প্রতিরোধে পরিকল্পনা সভা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 

বাল্যবিয়ে ও শিশুদের ওপর সহিংসতা প্রতিরোধে পরিকল্পনা সভা

বাল্যবিয়ে ও শিশুদের ওপর সহিংসতা প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসভা অনুষ্ঠিত হয়। 

ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায়  চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন এ সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। 

স্থানীয় সরকার, চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উরাঁওয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন ইউনিসেফ রংপুর ও রাজশাহী বিভাগীয় প্রধান এ এইচ তৌফিক আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা তাছমিনা খাতুন। 

ইউনিনেফের কমিউনিকেশন ডেভেলপমেন্ট সিএডি অফিসার মঞ্জুর আহমেদ প্রকল্প সম্পর্কে বক্তব্য উপস্থাপন করেন। মুক্ত আলোচনায় অংশ নেন রুট অব লাইফের প্রতিষ্ঠাতা আবু আব্দুল্লাহ কাফি, রুট অব লাইফের সভাপতি লাবনী আক্তার, বিডি ক্লিনের জেলার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ওয়ালিদ হাসান, নাচোলের আস্থা ফাউন্ডেশনের সভাপতি আলী আকবর, গ্রাম পুলিশ ইসলামইল হোসেন।  বাল্যবিয়ে প্রতিরোধে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। 

টিএইচ