শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
ঢাকা শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ১২ মাঘ ১৪৩১
The Daily Post

বাল্যবিয়ে নিরোধে স্কুল পর্যায়ে সচেতনতা সভা ও শপথ অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি

বাল্যবিয়ে নিরোধে স্কুল পর্যায়ে সচেতনতা সভা ও শপথ অনুষ্ঠিত

দিনাজপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোর্শেদ আলী খান বলেছেন, বাল্যবিয়ে ক্যান্সার রোগের মত সমাজকে কুলষিত করছে। এতে মেধাবী শিক্ষার্থীদের জীবন নষ্ট হচ্ছে। এ থেকে পরিত্রাণ পেতে হলে নারী শিক্ষার্থীদের সচেতন করতে হবে। এজন্য চাই গণসচেতনতা ও সামাজিক আন্দোলন।

‘আগে শিক্ষা পরে বিয়ে, ১৮ কিংবা ২১ পার হয়ে’-এই শ্লোগানকে সামনে রেখে মহিলা বিষয়ক অধিদপ্তর দিনাজপুরের উপপরিচালকের কার্যালয়ের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এরিয়া অফিসের সহযোগিতায় ‘বাল্যবিয়ে নিরোধ ঘণ্টা’ উদ্ভাবনী উদ্যোগের আওতায় স্কুল পর্যায়ে সচেতনতামূলক সভা ও শপথ পাঠ সোমবার (৩ জুন) জেলার গুঞ্জাবাড়ী জুবিলী উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। 

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এপির সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুনু বিশ্বাস, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অ্যাডভোকেসি  কো-অর্ডিনেটর মো. তানজিমুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের ডে কেয়ার অফিসার রেজভীন সারমিনাজ ইসলাম, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আকরাম হোসেন বাবলু, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক সিমি বানু। 

টিএইচ