শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

বাহুবলে করাঙ্গী নদীর তীর মেরামত না করায় ঝুঁকিতে এলাকাবাসী 

হবিগঞ্জ প্রতিনিধি 

বাহুবলে করাঙ্গী নদীর তীর মেরামত না করায় ঝুঁকিতে এলাকাবাসী 

বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত করাঙ্গী নদীর তীর মেরামত না করায় ঝুঁকির মুখে রয়েছেন পাইকপাড়া ও হিমারগাঁওসহ এলাকাবাসী। অত্র ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কয়েক স্থানে করাঙ্গী নদীর তীরের মাটি ধ্বসে ও পানির স্রোতে ভাঙনের সৃষ্টি হয়েছে।

এতে দীর্ঘদিন ধরে চলমান সমস্যা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করায় চলতি বর্ষা মৌসুমে চরম ঝুঁকির মুখে পড়েছেন পাইকপাড়া, হিমারগাও, চক্রামপুর, চিচিরকোট, কান্দিগাও, জয়পুর, বিহারীপুর, খোজারগাওসহ এলাকার বাসিন্দারা। 

স্থানীয় বাসিন্দারা জানান, এক যুগেরও অধিক সময় ধরে হিমারগাও ও পাইকপাড়া গ্রামের পাশে নদীর তীরে পানির স্রোতে ভাঙন দেখা দেয়। একাধিক স্থানে এ ভাঙনের ফলে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। বৃষ্টি ও পাহাড়ি ঢলে নদীতে জোয়ার আসলে তীরের ঝুঁকিপূর্ণ স্থানে ভাঙনের সৃষ্টি হয় এবং বন্যার পানিতে উল্লেখিত গ্রামগুলোসহ এলাকার বিস্তীর্ণ ফসলের মাঠ নিমজ্জিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

স্থানীয়দের অভিযোগ, যথাযথভাবে মেরামত না হওয়ায় প্রতিবছর বর্ষাকালে সৃষ্টি হয় ভাঙন। এতে দুর্ভোগে পড়তে হয় এলাকাবাসীকে। 

স্থানীয় বাসিন্দা ক্ষতিগস্ত জমির মালিক আব্দুল আহাদ জানান, বাধের স্থায়ী মেরামত করা প্রয়োজন। প্রতিবছর ভাঙনের কারণে আমাদের জমির ধান ও মৌসুমী ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। খুর্শেদ আলী বাঁধ মেরামতের দাবি জানিয়ে বলেন, এখানের সমস্যাটি এলাকাবাসীর গলার কাটা হয়ে দাড়িয়েছে।

সরজমিনে দেখা যায়, গত কয়েকদিনের বৃষ্টির কারণে এবং পানির স্রোতে পাইকপাড়া গ্রামের পাশে নদীর বাঁধ  ভেঙে গেছে। হিমারগাও গ্রামের পাশে বাঁধ ধ্বসে বাঁশঝাড়সহ নদীতে পড়ে পানি প্রবাহে বিঘ্ন সৃষ্টি হয়েছে। এ ভাঙনের ফলে এ দুই গ্রামের বাসিন্দারা চলাচলে ভোগান্তিতে পড়েছেন। নদীর বাঁধটি চলাচলের রাস্তা হিসাবে ব্যবহার করছেন দুই গ্রামের মানুষ।

টিএইচ