সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post
সুন্দ্রাটিকি ছড়ায় বালু উত্তোলন বন্ধের দাবি

বাহুবলে চা-শ্রমিক ও এলাকাবাসীর মানববন্ধন

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

বাহুবলে চা-শ্রমিক ও এলাকাবাসীর মানববন্ধন

হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর বাজারে সুন্দ্রাটিকি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে চা-শ্রমিক নেতা ও এলাকাবাসী। 

মঙ্গলবার (২৫ জুলাই) উপজেলার ৭নং ভাদেশ্বর ইউনিয়নের রশিদপুর ও রামপুর চা বাগানের টিজি মৌজার সুন্দ্রাটিকি ছড়া থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে রশিদপুর চা-বাগান, রামপুর চা-বাগানসহ কয়েকটি বাগানের চা শ্রমিকের উদ্যোগে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। 

মানববন্ধন ও প্রতিবাদ সভায় এলাকার কয়েকটি গ্রামের মানুষ অংশগ্রহণ করেন। চা শ্রমিক ও স্থানীয়দের দাবি, দীর্ঘদিন সুন্দ্রাটিকি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এই ছড়ার পাশে রয়েছে মুসলমানদের কবরস্থান, চা শ্রমিকদের শ্মশানঘাট ও রবিদাশ সমপ্রদায়ের জায়গা জমি।

এই অবৈধভাবে বালু উত্তোলনের কারণে সরকারের কোটি টাকায় পাকা রাস্তাও ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। যে রাস্তা দিয়ে প্রতিদিন চলাচল করে স্কুল-কলেজের ছাত্রছাত্রী ও এলাকার কয়েকটি গ্রামের মানুষ। 

মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন রশিদপুর বাজার কমিটির সভাপতি হারুন আল রশিদ, ফয়জাবাদ উচ্চ বিদ্যালয়ের স্কুল কমিটির সভাপতি ও সাবেক মেম্বার মো নাসিম উদ্দিন, রশিদপুর চা শ্রমিকদের পঞ্চায়েত কমিটির সভাপতি নিপেন চাষা, স্থানীয় ওয়ার্ড মেম্বার বাবু লালসহ বিভিন্ন ইউনিটের চা শ্রমিক নেতা ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন অবিলম্বে লিজ বাতিল করে মুসলমানদের কবরস্থান, চা শ্রমিকদের শ্মশানঘাট ও রবিদাশ সমপ্রদায়ের জায়গা জমি রক্ষা করতে হবিগঞ্জের জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসের প্রতি জোর দাবি জানান। অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে পরবর্তী আন্দোলনের ডাক দেয়া হবে।

টিএইচ