বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বাহুবলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু 

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

বাহুবলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু 

হবিগঞ্জের বাহুবলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গত রোববার রাতে উপজেলার মিরপুর এলাকায়। 

জানা যায়, বাহুবল উপজেলার ৫নং লামাতাসী ইউনিয়নের চুয়াপুর গ্রামের মো. নুরুল হকের ছেলে মো. মিজানুর রহমান (৩০) রোববার সন্ধ্যায় মিরপুর বেসিক ব্যাংকের সামনে একটি বিল্ডিংয়ে কাজ করছিলো। 

এসময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। এমতাবস্থায় পথচারী ও স্থানীয় লোকজন মিজানুর রহমানকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে যান। 

রাতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি জানিয়েছেন বাহুবল মডেল থানার ইন্সপেক্টর তদন্ত প্রজিত কুমার দাস।

টিএইচ