বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি 

বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার দিবাগত রাতে শহরের নিশিন্দারা পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম আবু সাঈদ। তিনি ওই এলাকার ইউসুফ আলীর ছেলে। নিহত আবু সাঈদ অটোভ্যান ও রিকশা গ্যারেজের ব্যবসা করতেন। এছাড়াও তিন চার মাস হলো তিনি জমি কেনা বেচা ও বালুর ব্যবসাও শুরু করেছিলেন। হত্যাকাণ্ডের বিষয়টি জানিয়েছেন বগুড়া সদর থানার ওসি এস এম মঈনুদ্দীন।

নিহত আবু সাঈদের ভাই রিপন জানান, গত শুক্রবার রাতে কে বা কারা তাকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে বের করে। তিনি ফোনে কথা বলতে বলতে বাড়ি থেকে বের হন। কিছুদূর যাওয়ার পর অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয়রা টের পেয়ে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সাঈদের বাবা ইউসুফ আলী জানান, সাড়ে ৫ শতক জায়গা ছিল। সেটা নিয়ে মামলা ছিল এবং তা নিষ্পত্তি হয়ে গেলেও টাকা পাওয়া যায়নি। তবে আমার ছেলেকে কী কারণে কারা হত্যা করেছে তা এখনও বুঝতে পারছি না। আমার ছেলে হত্যার বিচার চাই।

বগুড়া সদর থানার ওসি এস এম মঈনুদ্দীন জানান, আবু সাঈদ হত্যা নিয়ে এখনও কিছু জানতে পারিনি। আমাদের একাধিক টিম এ নিয়ে কাজ করছে। হত্যার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। মরদেহ বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

টিএইচ