ঝালকাঠির কৃতী সন্তান বিশ্ব ব্যাংকের সিনিয়র স্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ পদ থেকে সদ্য অবসরে আসা ড. এস.এম জিয়াউদ্দিন হায়দার স্বপনকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মনোনীত করা হয়েছে। সোমবার (১০ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্মমহামচিব অ্যাড. রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে রুহুল কবির রিজভী আশা প্রকাশ করেন যে, ড. জিয়াউদ্দিন হায়দার বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হিসেবে দলের র্সবাঙ্গীন উন্নতি, ঐক্য ও সংহতি রক্ষার্থে নিষ্ঠার সাথে কাজ করবেন।
ড. জিয়াউদ্দিন হায়দাররের জন্ম ঝালকাঠি সদর উপজেলার নৈকাঠি গ্রামে। তার বাবা মরহুম হরমুজ আলী সিনিয়র সহকারী সচিব ছিলেন।
জিয়াউদ্দিন হায়দার আশির দশকে বরিশাল জেলা ছাত্রদলের সহসভাপতি এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ছিলেন। একজন পেশাদার স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং উন্নয়ন ব্যক্তিত্ব হিসেবে জিয়া হায়দার এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার ৩৫ দেশে টেকসই স্বাস্থ্য, পুষ্টি ও টেকসই উন্নয়নে ৩০ বছর কাজ করেছেন।
সর্বশেষ তিনি ওয়াশিংটন ডিসিতে বিশ্ব ব্যাংকরে একজন সিনিয়র স্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ হিসেবে কাজ করে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে অবসর নিয়েছেন। ড. জিয়াউদ্দিন হায়দার স্বপন বলেন, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান আমার ওপর যে দায়িত্ব অর্পণ করেছেন তা পালনে আমি সচেষ্ট থাকবো। দেশে উন্নয়ন কেন্দ্রিক যে নতুন ধারার রাজনীতি জনাব তারেক রহমান প্রবর্তন করেছেন তা তৃণমূল পর্যায় ছড়িয়ে দেয়ার জন্য কাজ করবো।
টিএইচ