বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বিএনপি-জামাত নির্বাচনে জনগণের কাছে পরাজিত হয়েছে : মেনন

বরিশাল ব্যুরো  

বিএনপি-জামাত নির্বাচনে জনগণের কাছে পরাজিত হয়েছে : মেনন

বরিশাল-২ উজিরপুর-বানারীপাড়া আসনের দ্বাদশ সংসদ নির্বাচনের নৌকা প্রতীকের বিজয়ী প্রার্থী ও বাংলাদেশের ওয়াকার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি বলেছেন, বিএনপি-জামাত শুয়ে পড়ে এখন বলছে আমরা মাটিতে পড়ি নাই। 

তারা চেয়েছিল নির্বাচনকে নস্যাৎ করতে সেখানে তারা ব্যার্থ হয়ে এখনও সেই চেষ্টা করে যাচ্ছে। আমি মনে করি জনগণ তাদেরকে প্রত্যাখান করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমি মনে করি বিএনপি-জামাত নির্বাচনে জনগণের কাছে  পরাজিত হয়েছে। 

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বরিশাল প্রেস ক্লাবে বিভিন্ন গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক সৌজন্য স্বাক্ষাত ও মতবিনিময় করতে এসে তিনি সংবাদকর্মীদের এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন। বরিশাল প্রেস ক্লাবের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সঞ্চলনায় বক্তব্য রাখেন, বরিশাল ইনকিলাব পত্রিকার ব্যুরো প্রধান নাসিম-ইল আলম, বরিশাল বেতারের প্রতিনিধি সিনিয়র সাংবাদিক অ্যাড. নজরুল ইসলাম চুন্নু। 

এছাড়া আরো উপস্থিত ওয়াকার্স পার্টি বরিশাল জেলা সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অ্যাড. শেখ মো. টিপু সুলতান  প্রমুখ। 
মতবিনিময় অনুষ্ঠানে এসময় বরিশালের বিভিন্ন ইলেক্ট্রনিক্স, জাতীয় ও স্থানীয় প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী, ফটো সাংবাদিকসহ অনলাইন মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

টিএইচ