শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post
অবৈধ হরতাল-অবরোধের প্রতিবাদে হাশেম রেজা

বিএনপি-জামায়াতের দুর্বৃত্তায়ন থেকে জনগণের জানমাল রক্ষায় সচেষ্ট হোন

মো. আব্দুল্লাহ হক ও জিল্লুর রহমান মধু, চুয়াডাঙ্গা

বিএনপি-জামায়াতের দুর্বৃত্তায়ন থেকে জনগণের জানমাল রক্ষায় সচেষ্ট হোন

বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধের মূল উদ্দেশ্য হলো অবৈধভাবে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়া। এটা তাদের সম্পূর্ণভাবে বিকৃত মস্তিষ্কের কাজ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক উপকমিটির সদস্য এবং চুয়াডাঙ্গা-২ আসনে নৌকা প্রতীকে মনোনয়নপ্রত্যাশী দৈনিক আমার সংবাদ ও দ্য ডেইলি পোস্টের সম্পাদক-প্রকাশক জননেতা হাশেম রেজা। 

রোববার (৫ নভেম্বর) বিকালে চুয়াডাঙ্গার দামুড়হুদা ও দর্শনায় প্রতিবাদ সভায় এমন মন্তব্য করেন তিনি।

বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে এবং দেশব্যাপী অবরোধ কর্মসূচির প্রতিবাদে এই প্রতিবাদ সভার আয়োজন করেন দামুড়হুদা ও জীবননগর উপজেলার বিভিন্ন থানা-ওয়ার্ডের আওয়ামী লীগ নেতাকর্মীরা। 

জননেতা হাশেম রেজা বলেন, ‘বিএনপি-জামায়াতের এমন দুর্বৃত্তায়নের রাজনীতি থেকে জনগণের জানমালের নিরাপত্তায় সবাই সচেষ্ট হোন। প্রাণপ্রিয় জননেত্রী শেখ হাসিনা আমাদের নির্দেশনা দিয়েছেন জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকার জন্য। আমরা রাজপথে আছি এবং রাজপথেই থাকব। 

বিএনপির অবরোধ ও হরতালের হঠকারিমূলক সিদ্ধান্ত জনগণ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। আমরা আওয়ামী লীগ নেতাকর্মী রাজপথে আছি, জনগণের পাশে আছি। জনগণের জান-মালের নিরাপত্তায় প্রশাসনও পাশে আছে। এ ছাড়া জনগণের সাহায্য-সহযোগিতায় আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মী প্রধানমন্ত্রীর নির্দেশে রাজপথে অবস্থান করছেন এবং করবেন। তাই অবৈধ অবরোধের প্রতিবাদে চুয়াডাঙ্গা-২ আসন দামুড়হুদা ও দর্শনায় আমরা প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছি।

হাশেম রেজা বলেন, ‘বিএনপি বলে টেক ব্যাক বাংলাদেশ’। এর অর্থ হচ্ছে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে— এটাকে টেনেহিঁচড়ে পেছনে নাও। এটা কোনো সুস্থ বক্তব্য হতে পারে না। এটা কোনো সুস্থধারার রাজনীতি হতে পারে না। সুতরাং যারা অসুস্থ মন-মানসিকতা পোষণ করে, যারা অসুস্থ রাজনীতিচর্চার মধ্য দিয়ে দেশের মানুষকে,  দেশের অগ্রযাত্রাকে পিছিয়ে দিতে চায়, তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে চুয়াডাঙ্গা-২ আসনের জনগণ রাজপথে নেমেছে।

এ সময় উপস্থিত ছিলেন জুড়ানপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড সভাপতি ও ইউনিয়ন কৃষক লীগ সভাপতি শরিফ উদ্দিন, নতিপোতা ইউনিয়ন আওয়ামী লীগ সহসভাপতি মোহাম্মদ আলী, উথুলী ইউনিয়ন ৯নং ওয়ার্ড সভাপতি সরফরাজ আলী, মদনা ইউনিয়ন আ.লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা রেজাউল করীম, উথুলী ইউনিয়ন আ.লীগ নেতা হাবেল মণ্ডল, নতিপোতা ইউপি সদস্য পিজির আলী, আশরাফুল মেম্বার, আ.লীগ নেতা সিরাজ শেখ, আবু বক্কর, আ. কুদ্দস, সাইদুর রহমান, জীবননগর উপজেলা যুবলীগ নেতা শাহাবুদ্দীন খান, তরিকুল ইসলাম, জেবা, কুড়ুলগাছি ইউনিয়ন যুবলীগ নেতা দেলোয়ার হোসেন, তরিকুল ইসলাম, জিন্নাত আলী, মহাসিন আলী, সাগর, আলফাজ উদ্দিন মন্টু, কালু, লিটন, কুরমান আলী, আশা, খোকন, জসিমউদ্দীন, রবিউল হক রবি, আবুল হাশেম, দামুড়হুদা উপজেলা যুবলীগ নেতা হাবিবুর রহমান হাবি, জুড়ানপুর ইউনিয়ন যুবলীগ নেতা মশিউর রহমান তুষার, লক্ষ্মীপুরের সাইদুর রহমান, নতিপোতা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি নাসিম ইকবাল, ছাত্রলীগ নেতা রনজু, আলামিন, রকি, সৌরভ, শুভ, সুজন, সজীব, মাসুম, রিমন, মান্নান, পিনু, হাসান, তনু, শাহ আজিজুল হক প্রমুখ।

প্রতিবাদ সভা শেষে জননেতা হাশেম রেজার নেতৃত্বে দর্শনা বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে দর্শনার কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে দলীয় কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। 

টিএইচ