বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বিএনপি থেকে আজীবন বহিষ্কার দৌলতখানের সহ-সভাপতি নাজু

দৌলতখান (ভোলা) প্রতিনিধি

বিএনপি থেকে আজীবন বহিষ্কার দৌলতখানের সহ-সভাপতি নাজু

দলীয় শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দৌলতখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান সহ-সভাপতি নাজিম উদ্দীন হাওলাদারকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি থেকে আজীবনের জন্য  বহিষ্কার করা হয়। 

বুধবার (২৪ মে) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বহিষ্কার করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়ন চেয়ারম্যান পদে উপনির্বাচনে দলীয়  সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশ গ্রহণ করে প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত থাকায় কারণ দর্শানোর নোটিস জারি করা হলেও এর কোনো সন্তোষজনক জবাব না দিয়ে বরং নির্বাচন চালিয়ে যাচ্ছে নাজিম উদ্দীন হাওলাদার।

তাই দলীয় গঠনতন্ত্র মোতাবেক দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নাজিম উদ্দীন হাওলাদারকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেক আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। তাই এখন থেকে দলের নেতাকর্মীদের তার সাথে কোনো ধরনের যোগাযোগ না রাখার জন্য অনুরোধ করা হয়েছে।

টিএইচ