সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

‘বিএনপি পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়’

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি

‘বিএনপি পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়’

পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের ফলে পাহাড়ের উন্নয়নের সুফল পাচ্ছে জনগণ, এ ধারা অব্যাহত রাখতে পাহাড়ে শান্তি বজায় রাখা খুবই জরুরি কিন্তু বিএনপি জামায়াতের দোসররা জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে হরতাল অবরোধের নামে সন্ত্রাসী হামলা চালিয়ে আঞ্চলিক সন্ত্রাসী দলগুলোর সাথে মদদ দিয়ে শান্ত পাহাড়কে উত্তপ্ত করছে বলে প্রধান অতিথির বক্তব্যে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি একথা বলেন।

রোববার (১২ নভেম্বর) রাঙামাটির লংগদুতে উপজেলা পরিষদের সম্মুখে ফলক উন্মোচন করে ৩৫ কোটি টাকার ২০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন দীপংকর তালুকদার এমপি।

লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, রাঙামাটি জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম ও আসমা বেগম, থানা ওসি মোহাম্মদ ইকবাল উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা ও জেলা পরিষদের সহকারী প্রকৌশলী এরশাদুল হক প্রমুখ।

সাংবাদিক আরমান খানের সঞ্চালনায় উদ্বোধনী সভায় লংগদু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজেলা প্রকৌশলী শামসুল আলমসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

লংগদুতে উন্নয়ন প্রকল্পগুলো রাঙামাটি জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ৩৫কোটি টাকার ২০টি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।

টিএইচ