বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বিচারপতি মজিবুর রহমানের সাবেক ছিটমহল দাসিয়ারছড়া পরিদর্শন 

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

বিচারপতি মজিবুর রহমানের সাবেক ছিটমহল দাসিয়ারছড়া পরিদর্শন 

বাংলাদেশের সবচেয়ে বড় সাবেক ছিটমহল দাসিয়ারছড়া পরিদর্শন ও দাসিয়ারছড়াবাসীর সঙ্গে মতবিনিময় করেছেন সাবেক সদস্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-২ ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি মজিবুর রহমান মিয়া। 

সোমবার (০২ অক্টোবর) দাসিয়ারছড়া কালিরহাট বাজারে এসে পৌঁছালে ফুলেল শুভেচ্ছা প্রদান শেষে দাসিয়ারছড়া কমিউনিটি রিসার্চ সেন্টারে মতবিনিময় শেষে তিনি দাসিয়ারছড়ার বিভিন্ন জায়গা পরিদর্শন করেন। 

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, কুড়িগ্রামের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ আলমগীর কবির, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক এস এম নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়, পিপিএস এম আব্রাহাম লিংকন, সহকারী কমিশনার ভূমি মনিহা খানম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার  আব্দুল হাই  রকেট, ফুলবাড়ী জছিমিয়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আবেদ আলী খন্দকার, ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ হারুন, কাশিপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান জামান মানিকসহ আরো অনেকে।

টিএইচ