সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

বিছনাকান্দি সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি নিহত

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

বিছনাকান্দি সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি নিহত

সিলেটের বিছনাকান্দি সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে কাওছার আহমদ (২৮) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত কাওছার আহমদ উপজেলার বিছনাকান্দি  ইউনিয়নের বগাইয়া লিডার বস্তি এলাকার (বগাইয়া দক্ষিণ গ্রামের) রওশন মিয়ার ছেলে।

পুলিশ, বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় বিছনাকান্দি সীমান্ত দিয়ে কাওছার অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এ সময় ভারতীয় বাগানের পাহারাদার কাওছার ও তার সঙ্গীদের উপর গুলি ছুড়তে থাকলে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই কাওছার আহমদ নিহত হন। পরে কাওছারের সঙ্গে থাকা অন্যরা লাশ বাড়িতে নিয়ে আসেন। খবর পেয়ে রাতেই গোয়াইনঘাট থানার এসআই এনামুল হাসান ঘটনাস্থল পরিদর্শন ও মৃতদেহের প্রাথমিক সুরতাহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য সিওমেক হাসপাতালে প্রেরণ করেন। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

টিএইচ