শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
The Daily Post

বিজিবির খাদ্য ও চিকিৎসা সহয়তা প্রদান

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি 

বিজিবির খাদ্য ও চিকিৎসা সহয়তা প্রদান

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে স্থানীয় গরীব ও অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে রাঙামাটির লংগদুর রাজনগর ব্যাটালিয়ন ৩৭ বিজিবি। 

বুধবার (১৬ আগস্ট) জোন প্রাঙ্গনে জোনের দায়িত্বপূর্ণ এলাকার ২০৭টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন অধিনায়ক লে. কর্নেল শাহ্ মো. শাকিল আলম। 

এসময় জোনের সকল অফিসাররা উপস্থিত ছিলেন। ত্রাণ সামগ্রী- চাল ৫ কেজি, আটা ১ কেজি, ডাল ৫০০ গ্রাম, তেল ৫০০ গ্রাম, চিনি ৫০০ গ্রাম ও লবণ ৫০০ গ্রাম খাদ্য বিতরণ করা হয়। 

পাশাপাশি জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো. রসুল আমিন বিভিন্ন বয়সী পুরুষ-মহিলা ও শিশুসহ ১৮০জন স্থানীয় অসহায় জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করেন। ত্রাণ সামগ্রী ও বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে উপকারভোগী এবং স্থানীয়রা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

টিএইচ