বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩১
The Daily Post

বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক

বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ

‘বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সোমবার (২৯ জানুয়ারি) দেশের বিভিন্ন স্থানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে ৪৫তম বিজ্ঞান মেলা উদ্বোধন ও ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

খাগড়াছড়ি : জেলার মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের বাস্তবায়নে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ২ দিনব্যাপী এ বিজ্ঞান মেলার উদ্বোধন করেন মাটিরাঙ্গা ইউএনও ডেজী চত্রুবর্তী। এসময় মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার মো. সবুজ আলী, মাটিরাঙ্গা থানার ওসি কমল কৃষ্ণ ধর, মাটিরাঙ্গা উপজেলা আইসিটি সহকারী  প্রোগ্রামার রাজীব রায় চৌধুরী, মাটিরাঙ্গা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. হুমায়ন পাটোয়ারি, মাটিরাঙ্গা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার মো. শরিফুল ইসলাম বিদ্যুৎ বিশেষ অতিথির বক্তব্য রাখেন। দুই দিনব্যাপী ৪৫তম বিজ্ঞান মেলায় মাটিরাঙ্গা উপজেলার ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১টি কলেজ, ২টি মাদ্রাসা, ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের নতুন নতুন উদ্ভাবনী উপস্থাপন করেন। বিজ্ঞান মেলায় বিভিন্ন বিদ্যালয়ের  শিক্ষার্থীরা, প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।  বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে পুরুস্কার তুলেদেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও মাটিরাঙ্গা ইউএনও ডেজী চত্রুবর্তী।  

নাটোর: উপজেলা পরিষদ প্রাঙ্গনে তিন দিনব্যাপী এ বিজ্ঞান মেলা শুরু হয়। বিজ্ঞান মেলার উদ্বোধন করেন নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার। এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হাবিব, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল সাকিব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজনীন সুলতানা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাহমুদুজ্জামান, মুক্তিযোদ্ধা মোকসেদ আলী মোল্লা প্রমুখ। মেলায় নাটোর সদর উপজেলার ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিজ্ঞান প্রকল্প প্রদর্শন করেন। এছাড়া মেলায় বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

সালথা (ফরিদপুর): উপজেলা প্রশাসনের আয়োজনে ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে উপজেলা পরিষদের চত্বরে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালী। ইউএনও মো. আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর। এসময় সহকারী কমিশনার (ভূমি) শাহাদাৎ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তফা আহসান কামাল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মিরাজ আলীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। এবারে বিজ্ঞান মেলায় ১২টি স্টল দিয়েছে। মেলার উদ্বোধন শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলার মূল আকর্ষণ হচ্ছে বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান বিষয়ক কুইজ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী।

চৌহালী (সিরাজগঞ্জ) : উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরের উম্মুক্ত মঞ্চের সামনে মেলা উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান  ফারুক হোসেন ও  নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান। আলোচনা শেষে মেলার ১৪টি স্টল পরিদর্শন করেন অতিথিরা। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোল্যা বাবুল আক্তার,  অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাব্বির আহমেদ সিফাত, থানার ওসি শ্যামল কুমার দত্ত, কৃষিবিদ ডা. জান্নাতি, উপজেলা শিক্ষা অফিসার নুর মোহাম্মদ, পরিবার পরিকল্পনা অফিসার গিয়াস উদ্দিন, পল্লী উন্নয়ন অফিসার  (আরডিও) সেলিম রেজা, সমাজসেবা অফিসার মামুনুর রহমানসহ সকল দপ্তরের কর্মকর্তা ও সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বরত শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নেছারাবাদ (পিরোজপুর) : অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান আব্দুল হক ওই অনুষ্ঠানের উদ্ধোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামানের সভাপতিত্বে সরকারি স্বরূপকাঠি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ। বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে ৬টি কলেজ ও ১৮টি স্কুল অংশগ্রহণ করে। আজ পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হবে দুইদিন ব্যাপী এ অনুষ্ঠান।

বারহাট্টা (নেত্রকোনা) : উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাশেম ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন। ইউএনও ফারজানা আক্তার ববির সভাপত্বিতে উদ্বোধন অনুষ্ঠান ও আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি ফয়জুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার শায়েলা, বারহাট্টা থানার ওসি রফিকুল ইসলামসহ প্রমুখ।

তেঁতুলিয়া (পঞ্চগড়) : উপজেলা পরিষদ চত্ত্বরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে ৪৫তম বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়। তেঁতুলিয়া সহকারী কমিশনার ভূমি মাহবুবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়াসহ প্রমুখ। দুই দিনব্যাপী এই বিজ্ঞানমেলায় ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রথম দিনে ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলো, শিক্ষার্থীরা  বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প তাদের স্টলে প্রদর্শন করে। 

বাসাইল (টাঙ্গাইল) : বাসাইল উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হকের সভাপতিত্বে অতিথি ছিলেন বাসাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, উপজেলা প্রকৌশলী আব্দুল জলিল, মৎস কর্মকর্তা সৌরভ কুমার দে, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মতিয়ার রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাখাওয়াত হোসেন, একাডেমিক সুপারভাইজার আল-আমিন প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা স্টলগুলো পরিদর্শন করেন।
এ বছর ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় উপজেলার ১৫টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছেন। দুদিনব্যাপী মেলার দ্বিতীয় দিনে বিজ্ঞান অলিম্পিয়াড এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

বকশীগঞ্জ (জামালপুর) : উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুর রউফ তালুকদার ও ইউএনও অহনা জিন্নাত ফিতা কেটে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন। উদ্বোধনকালে সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রাব্বী, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবদুল মান্নান, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে মেলায় স্থাপিত ১২ স্টল পরিদর্শন করেন অতিথিরা। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবিত কার্যক্রমগুলো অতিথিদের সামনে উপস্থাপন করেন। 

গুরুদাসপুর (নাটোর) : ইউএনও সালমা আক্তারের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে ওই মেলার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন। মেলায় স্কুল-কলেজের শিক্ষার্থীরা ১৬টি স্টল প্রদর্শণীতে অংশগ্রহণ করেন। উদ্বোধন শেষে প্রতিটি স্টল পরিদর্শন করেন অতিথিরা। প্রদর্শণীর প্রথম দিনে কুইজ প্রতিযোগীতায় গুরুদাসপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ১ম, মশিন্দা মাধ্যমিক বিদ্যালয় ২য় ও খুবজিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ৩য় স্থান অধিকার করে। এসময় সহকারী কমিশনার (ভুমি) মেহেদী হাসান শাকিল,  উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার লিপি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, সমাজ সেবা অফিসার মো. শফিকুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও শিক্ষক, শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষ মেলায় উপস্থিত ছিলেন।

সিঙ্গাইর (মানিকগঞ্জ): উপজেলা পরিষদ চত্বর মাঠে এই বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং মেলার উদ্বোধন করেন (ভারপ্রাপ্ত) উপজেলা পরিষদ চেয়ারম্যান শারমিন আক্তার। আজ মঙ্গলবার পর্যন্ত এই মেলা চলবে। ইউএনও পলাশ কুমার বসুর সভাপতিত্বে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন (ভারপ্রাপ্ত) উপজেলা পরিষদ চেয়ারম্যান শারমিন আক্তার। উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর জহুরা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সিঙ্গাইর সরকারি কলেজের অধ্যক্ষ নুরুদ্দীন, থানার ওসি জিয়ারুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবি, এম আব্দুল হান্নান, সিঙ্গাইর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিকী, সিঙ্গাইর পাইলট উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরিফুর রহমান। এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষার্থী ইসরাত সাদিয়া ও সুর্য সাহা। মেলায় ১৪ টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের তৈরি প্রযুক্তি পণ্য প্রদর্শনী করেন। পরে স্টলগুলো পরিদর্শন করেন অনুষ্ঠানের অতিথিরা। এসময় স্কুল শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

টিএইচ