বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
The Daily Post

বিজয়নগরে ২৫০ বস্তা ভারতীয় চিনি জব্দ দুজন আটক 

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বিজয়নগরে ২৫০ বস্তা ভারতীয় চিনি জব্দ দুজন আটক 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২৫০ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে বিজয়নগর থানা পুলিশ। গত রোববার দিবাগত রাতে ঢাকা সিলেট হাইওয়ে রোডে সিলেট থেকে ঢাকার দিকে যাওয়ার পথে বিজয়নগর উপজেলার সাতবর্গ এলাকায় থেকে এসব চিনি জব্দ করা হয়।

জানা গেছে, সন্দেহজনক একটি ট্রাক আটকিয়ে জিজ্ঞাসাবাদ করলে ট্রাকে বোঝাই চিনির বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ২৫০ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে বিজয়নগর থানা পুলিশ। এ সময় গাড়িতে থাকা দুজনকে আটক করা হয়।

আটকরা হলেন, পাবনা জেলার ভাঙ্গারিয়া গ্রামের আব্দুল মাজেদের ছেলে মো. জাকারিয়া হোসেন, ঈশ্বরদী চক আল্লাদীর শহিদুল ইসলামের ছেলে নাজমুল হোসেন।

বিজয়নগর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, ট্রাকে থাকা দুজনকে জিজ্ঞাসাবাদ করার সময় চিনির বৈধ কোন কাগজপত্র দিতে পারেনি। ভারতীয় চিনি অবৈধ পথে দেশে এসেছে বলে জানান তারা।

টিএইচ