শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

বিদ্যুৎস্পৃষ্টে হ্রদে পড়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি

বিদ্যুৎস্পৃষ্টে হ্রদে পড়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

কাপ্তাই হ্রদের নীলাভ জলে বোটের ছাদে বন্ধুদের সাথে নিয়ে গোধূলি লগ্নে আলো-আঁধারিতে আকাশ ছোয়া আনন্দ উল্লাসে বের হয়েছিল তরুণ সামাদুল ও তার বন্ধু মামুন, রাসেল, আল-আমিনসহ অন্যরা।

গত শনিবার সন্ধ্যায় রাঙামাটির লংগদুতে মাইনী-গাঁথাছড়া সেতুর পাশে ইঞ্জিনচালিত নৌকায় বিদ্যুতের ঝুলন্ত তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সামাদুল (২৫) ছাদ থেকে নদীতে পড়ে নিখোঁজ হয় এবং মামুন (২১) ও রাসেল (২০) নামের দুইজন গুরুতর আহত হয়।

পরবর্তী স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাইনীমূখ ন্যাশনাল হাসপাতালে প্রেরণ করেন এবং নিখোঁজ সামাদুলকে উদ্ধারাভিযান চালিয়ে যান। রাতভর খোঁজার পর রোববার (২৪ সেপ্টেম্বর) নিখোঁজ সামাদুলের মরদেহ উদ্ধার করেন স্থানীয় ডুবুরিরা।

মাইনীমূখ ন্যাশনাল হাসপাতালের চিকিৎসক আবু তালহা জানান, বিদ্যুতায়িত হওয়া গুরুতর আহত দুজনকে জরুরি সভা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে আহত দুজনই এখন শঙ্কামুক্ত।

লংগদু থানার পরিদর্শক (তদন্ত) শাহ জালাল বলেন, খবর পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে গিয়েছি এবং ফায়ার সার্ভিসকে খবর দিয়েছি। নিখোঁজ ব্যক্তিকে খুঁজতে উদ্ধার অভিযান চালিয়ে সকালে তার মরদেহ উদ্ধার করতে সক্ষম হই।

তবে লংগদু ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স লিডার মো. সেলিম জানান, ঘটনাস্থল পরিদর্শন করে প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতার জন্য দিকনির্দেশনা দিয়ে এসেছি। ডুবুরি দল না থাকার কারণে তাৎক্ষণিক উদ্ধারকাজে সামিল হতে পারিনি।

টিএইচ