সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post
মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাচন

বিনাপ্রতিদ্বন্দ্বীতায় সবাই বিজয়ের পথে

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিনাপ্রতিদ্বন্দ্বীতায় সবাই বিজয়ের পথে

প্রথম ধাপের মুন্সীগঞ্জ সদর উপজেলা  নির্বাচনে ৩ পদের চেয়ারম্যান পদে মো. আনিসুজ্জামান আনিছ, পুরুষ ভাইস চেয়ারম্যান মো. নাজমুল হাসান সোহেল ও নারী ভাইস চেয়ারম্যান হাসিনা গাজী বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত। তাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বেসরকারিভাবে তারা নির্বাচিত হচ্ছেন। 

নির্বাচন কমিশন সূত্রে জানাগেছে, উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. আনিসুজ্জামান আনিছ একমাত্র প্রার্থী হওয়ায় তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণার অপেক্ষা। 

এই উপজেলার অন্য দুই পদ পুরুষ ও নারী ভাইস চেয়ারম্যান পদে পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী  ইকবাল হোসেন জনি ও নারী প্রার্থী সালমা আক্তার তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করায়

বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হতে যাচ্ছেন বর্তমান পুরুষ ভাইস চেয়ারম্যান মো. নাজমুল হাসান সোহেল ও নারী ভাইস চেয়ারম্যান  হাসিনা গাজী। এতে করে প্রথম ধাপের উপজেলা নির্বাচনে মুন্সীগঞ্জ সদর উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে না।

টিএইচ