সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

বিনামূল্যে মসিকের সেলাই মেশিন বিতরণ  

ময়মনসিংহ প্রতিনিধি

বিনামূল্যে মসিকের সেলাই মেশিন বিতরণ  

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে মঙ্গলবার (১৬ জানুয়ারি) শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে ৭৪ জন দরিদ্র নারীর মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন বিতরণ করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু। 

এ সময় তিনি বলেন, আমাদের মোট জনসংখ্যার অর্ধেক নারী। নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা ছাড়া সুষম উন্নয়ন নিশ্চিত করা সম্ভব নয়। প্রধানমন্ত্রী নারীদের সক্ষমতা বৃদ্ধিতে নানা উদ্যোগ নিয়েছেন। 

ময়মনসিংহ সিটি কর্পোরেশন প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক নারী উন্নয়নে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রন্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় লক্ষাাধিক মানুষকে সহযোগিতা প্রদান করা হয়েছে। এছাড়া দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। 

তিনি আরো বলেন, সিটির উন্নয়নে ১৬০০ কোটি টাকার প্রকল্প চলমান রয়েছে। এর মাত্র ৩০০ কোটি ব্যয় হয়েছে। আরও ১৩০০ কোটি টাকা নগরের উন্নয়নে ব্যয় হবে, এতে শহরের চেহারা পাল্টে যাবে। মেয়র করোনা ও নানা দূর্যোগে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কার্যক্রমকে তুলে ধরেন এবং নাগরিকদের প্রতি তার প্রত্যয় ব্যক্ত করে বলেন, আমরা আপনাদের পাশে ছিলাম, থাকবে। 

ময়মনসিংহ সিটি কর্পোরেশনে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্যানেল মেয়র ০১ মো. আসিফ হোসেন ডন, প্যানেল মেয়র ০৩ সামীমা আক্তার ও অন্য, সচিব মো. আরিফুর রহমান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারুল ইসলাম, প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা মো. বুলবুল আহমেদ, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীবসহ বিভিন্ন বিভাগ ও শাখা প্রধানরা, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

টিএইচ