দেশকে সমৃদ্ধ করতে বিনা উদ্ভাবিত স্বল্প জীবনকালীন ফসল চাষ করলে, এক বছরে ৪টি ফলন সম্ভব হবে। এতে দেশের খাদ্য সংকট কেটে যাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ।
বিনা উদ্ভাবিত স্বল্পমেয়াদি ও উচ্চ ফলনশীল জনপ্রিয় জাতসমূহের মানসম্মত বীজ উৎপাদন, সংরক্ষণ ও বীজ উদ্যোক্তা তৈরিবিষয়ক দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আমন মৌসুমে বিনা ধান ১৭/২০/২৬ তারপর বিনা সরিষা- ৯ তারপর বিনা চিনাবাদাম- ৬/৮ তারপর বিনাধান- ১৯ করলে একই জমিতে চার ফসলের সুবিধা পাবেন কৃষকরা।
বিনা উপকেন্দ্র নোয়াখালীর আয়োজনে কৃষক প্রশিক্ষণে বিশেষ অতিথি ছিলেন, নোয়াখালী কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মীরা রানী দাস, বিনা ঊর্ধ্বতন কর্মকর্তা ড. মো. মাহবুবুল আলম তরফদার, ড. রেজা মোহাম্মদ ইমন, ড. মোহাম্মদ আশিকুর রহমান, ড. হাসানুজ্জামান, কৃষিবিদ মোহাম্মদ জুয়েল সরকার ও সুবর্ণচর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হারুন অর রশীদ।
বিনা উপকেন্দ্র নোয়াখালীর ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইলিয়াস হোসেন এর সভাপতিত্বে এসময় সুবর্ণচর উপজেলার শতাধিক নারী পুরুষ কৃষক প্রশিক্ষণে অংশ নেন।
টিএইচ