সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

বিভিন্ন স্থানে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন স্থানে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের কর্মবিরতি

কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী সারাদেশের ন্যায় একদফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার (০১ অক্টোবর) কর্মবিরতি পালন করছেন কর্মরত নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের সদস্যরা। প্রতিনিধিদের পাঠানো খবর—

বরগুনা : বরগুনায় নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ কর্মবিরতি পালন করেছে। মঙ্গলবার (০১ অক্টোবর)সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বরগুনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে প্রতীকী কর্মবিরতি পালন করেন তারা। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিল থেকে নন-নার্স প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অবিলম্বে প্রত্যাহারসহ নার্স ও মিডওয়াইফারিদের পদায়ন বাস্তবায়নে ১ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতীকী কর্মবিরতি পালন করা হয়। নার্সিং ইন্সট্রাক্টর ইনচার্জ  আক্তার, নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান, সিনিয়র স্টাফ নার্স জাকিয়া পারভীন সীমা,  নার্সিং স্টুডেন্ট সালমান রহমান শুভ, লামিয়া আক্তার রিতুর নেতৃত্বে বরগুনা নার্সিং ইনস্টিটিউট, সুলতানা রাজিয়া নার্সিং ইনস্টিটিউট, বরগুনা সরকারি জেনারেল হাসপাতালের শতাধিক নার্স, মিডওয়াইফ এবং নার্সিং ও মিডওয়াইফারির শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন।

চাঁপাইনবাবগঞ্জ : ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল চত্বরে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তারা এ কর্মসূচি পালন করেন। এসময় জরুরি বিভাগ ছাড়া অন্য বিভাগে নার্সিং সেবা বন্ধ রাখা হয়। তবে জরুরি বিবেচনায় তারা নার্সিং সেবা প্রদান করেন। নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ, চাঁপাইনবাবগঞ্জের ব্যানারে আয়োজিত কর্মবিরতিকালে বক্তব্য দেন নার্সিং ইন্সট্রাক্টর ইনচার্জ ও নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ জেলার আহ্বায়ক মমোতাজ বেগম, সহকারী পাবলিক হেলথ নার্স মো. মাসুম বিল্লাহ, নার্সিং সুপার ভাইজার মো. আজিম উদ্দি ও নার্সিং সুপার ভাইজার আয়েশা খাতুন হাসিসহ অন্যরা। বক্তারা তাদের দাবি মেনে নেয়ার জোর দাবি জানান। ২ অক্টোবর বুধবারও এই কর্মসূচি একই সময়ে পালন করা হবে বলে জানান তারা। 

নিয়াতপুর (নওগাঁ) : নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ নওগাঁ জেলার শাখার উদ্যোগে সংগঠনের সদস্য ও নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং অফিসার মাহফুজ ইসলামের সভাপতিত্বে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্স ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স স্টাফ ও নার্স ইনচার্জ তানজিলা আফরোজসহ নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং কর্মকর্তারা। এ সময় তারা নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক, প্রেসিডেন্ট ও রেজিস্টার পদগুলোতে ক্যাডার কর্মকর্তাদের অপসারণ করে নার্সিং পেশার সঙ্গে যারা জড়িত তাদের নিয়োগ দেয়ার আহ্বান জানান। তারা বলেন, এভাবে নন-নার্সিং ক্যাডার কর্মকর্তাদের নিয়োগ দিলে একদিকে যেমন প্রকৃত নার্সিং পেশার লোকজন বৈষম্যের শিকার ও বঞ্চিত হন অন্যদিকে তাদের মধ্যে একটা প্রশাসনিক দ্বন্দ্ব কাজ করে যার ফলে সেবা দেয়ার ক্ষেত্রে এক ধরনের সমন্বয় হীনতা কাজ করে। তাই এই সমস্যা দূরীকরণের জন্য ওই পদগুলোতে নার্সদের নিয়োগ দেয়ার একদফা দাবি করেন তারা। তাদের এই দাবি না মানলে ভবিষ্যতে কঠোর আন্দোলন কর্মসূচি দেয়া হবে বলে ঘোষণা দেন।

চৌহালী (সিরাজগঞ্জ) : উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান করে এ কর্মসূচি পালন করা হয়। কর্মবিরতি যাওয়া নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের চৌহালী  শাখার সদস্যরা এ সময় বলেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের পদ থেকে প্রেসিডেন্ট ও রেজিস্টার পদ থেকে নন-নার্স প্রশাসন ক্যাডার থেকে অপসারণপূর্বক ওই পদগুলোতে নার্সদের পদায়নের ১ দফা দাবিতে আমাদের এই কর্মবিরতি পালিত হচ্ছে।

টিএইচ