দেশের বিভিন্ন স্থানে শেখ হাসিনার দেশত্যাগ উপলক্ষে মঙ্গলবার (৬ আগস্ট) বিএনপির উদ্যোগে নেতাকর্মীরা আনন্দ র্যালি, পথসভা ও গণমিছিলের আয়োজন করে। প্রতিনিধিদের পাঠানো খবর—
বরিশাল ব্যুরো : বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বরিশাল মহানগর ও জেলা বিএনপির কার্যালয়ের এসেছে দলের নেতাকর্মীরা। শত শত নেতাকর্মীদের পদচারণায় সরগরম হয়ে উঠেছে বরিশাল বিএনপির কার্যালয়। সকাল থেকেই সেখানে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জমায়েত হয়েছেন। মাথায় জাতীয় পতাকা বেঁধে এসেছেন অনেকে। কারও হাতে জাতীয় ও দলীয় পতাকা। সবার মুখে বিজয়ের স্লোগান। তাদের ভাষায়, দেশ স্বাধীন হয়েছে। দেশের মানুষ মুক্ত হয়েছে। নেতা-কর্মীদের পদচারণায় নতুনভাবে সরব হয়ে উঠেছে বরিশাল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি আবুল হোসেনের সভাপতিত্বে বিজয় সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিজ জাহান শিরিন, মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, জেলার সাবেক সভাপতি এবায়েদুল হক চানসহ অন্য নেতাকর্মীরা। এছাড়াও নগরীতে মোটরসাইকেল নিয়ে বিজয় মিছিল করেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
মাগুরা : শেখ হাসিনার পদত্যাগের পর আনন্দ মিছিল করেছেন মাগুরা বিএনপির নেতাকর্মীরা। মাগুরায় কোঠা আন্দোলনকারীদের লংমার্চ কর্মসূচির আওতায় মাগুরা শহর গত সোমবার সকাল থেকে আন্দোলনকারী ও বিএনপি দখলে নেয়। শেখ হাসিনার পদত্যাগ এবং তার দেশ ছাড়ার পরই বিক্ষুব্ধ ছাত্র-জনতা হামলা-ভাঙচুর করছেন আ.লীগের নেতা-কর্মীদের কার্যালয় ও বাসভবন। আন্দোলনকারী ছাত্র-জনতা মাগুরা শহরের নিয়ন্ত্রণ নিয়ে পারনান্দুয়ালী ব্যাপারীপাড়া মসজিদ ও ভায়না মোড়ে অবস্থান নেয়। পরবর্তীতে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে জেলা আ.লীগ কার্যালয়ে হামলা করে আ.লীগ নেতা কর্মীদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। পরে ঢাকারোডে আ.লীগ নেতার ঝন্টু হোটেল, জেলা আ.লীগের প্রচার সম্পাদক শেখ রেজাউল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম, ছাত্রলীগ নেতা হেদায়েত ও রথির বাড়ি পুড়িয়ে দেয়। মাগুরা শহর বর্তমানে আ.লীগ মুক্ত থাকলেও শহর জুড়ে ২০টির অধিক স্থানে অগ্নিসংযোগের পাশাপাশি বসতবাড়িতে আগুন ও লুটপাটের ঘটনা ঘটেছে। মাগুরা সদর থানা ওসি শেখ মোহাম্মদ মেহেদি রাসেল বলেন,পুলিশ ডিউটিরত অবস্থায় ছিলেন,সহিংসতা প্রতিরোধে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে। মাগুরা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘর্ষে জেলায় মোট ২৮ জন পুলিশ সদস্য আহত হয়েছে। বর্তমান পুলিশ লাইন্সে তাদের চিকিৎসা চলছে।
কাউখালী (পিরোজপুর) : পিরোজপুরের কাউখালীতে শেখ হাসিনার দেশত্যাগ উপলক্ষে কাউখালী উপজেলা বিএনপি কাউখালী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি গণমিছিল বের করে উত্তর বাজার ব্রিজে গিয়ে শেষ হয়। সেখানে উপস্থিত জনতার মধ্যে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম আহসান কবির, সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ,সদস্য সচিব সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মিয়া জিয়াউল হাসান নিকসন, যুগ্ম আহ্বায়ক লিয়াকত হোসেন তালুকদার যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন আলী, যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান মামুন তালুকদারসহ অন্য নেতারা এসময় দীর্ঘ ১৭ বছরের নির্যাতন গুম খুনের বর্ণনা তুলে ধরেন এবং আন্দোলনরত শহীদ ছাত্র-ছাত্রীদের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করেন।
কালিয়াকৈর (গাজীপুর) : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে বিএনপির কার্যালয়ে র্যালি এসে শেষ হয় ও সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সহ-সভাপতি নুরুল ইসলাম, অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপির সাংগঠনিক হারুন অর রশিদ।
এসময় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও কালিয়াকৈর পৌর মেয়র মজিবুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী রিয়াজ উদ্দিনসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
নান্দাইল (ময়মনসিংহ) : ময়মনসিংহের নান্দাইল পৌরসভার সাবেক মেয়র, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও বিএনপি নেতা এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুলের নেতৃত্বে সদরে ছাত্র-জনতার বিজয় উল্লাস ও বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। স্বৈরাচার সরকার শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশ আরেকটি বিজয় লাভ করেছে বলে বিজয় উল্লাস ও মিছিলপূর্বক ছাত্র-জনতা ও বিএনপি-জামাতের নেতাকর্মীরা দেশের ছাত্র আন্দোলনের ছাত্রসমাজকে অভিনন্দন ও ধন্যবাদ জানান। পাশাপাশি আন্দোলনে নিহত সব শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দেশ ও জনগণের কল্যাণে বিশেষ মোনাজাত করেন। বিএনপি নেতা এ.এফ আজিজুল ইসলাম পিকুলের বাসভবনের সামনে নান্দাইলের ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়নের বিএনপি-জামাত ও সহযোগী সংগঠনের নেতসহ ছাত্র-জনতা একত্রে জড়ো হয়ে বিজয় উল্লাস করে। পরে সকলের সমন্বয়ে এক বিশাল বিজয় মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পূর্বের স্থানে মিলিত হন। এসময় সাবেক বিগ্রেডিয়ার জেনারেল ড. এ.কে.এম শামছুল আলম শামস ভাচুর্য়াল পদ্ধতিতে (ভিডিও কনফারেন্সে) বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি (বিগ্রেডিয়ার), শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিএনপি-জামাতের সকল নেতাকর্মীসহ ছাত্র-জনতাকে শান্ত থাকার আহ্বান জানান।
কাশিয়ানী (গোপালগঞ্জ) : গোপালগঞ্জের কাশিয়ানীতে আনন্দ মিছিল করেছে বিএনপি ও তার অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। উপজেলা চত্ত্বর থেকে আনন্দ মিছিলটি বের হয়। আনন্দ মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদিক্ষণ শেষে কাশিয়ানী প্রেস ক্লাবের সামনে শহীদ মিনার চত্ত্বরে এসে শেষ হয়। সেখানে দলীয় নেতাকর্মীরা সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্যার সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শেখ মো. সেলিমুজ্জামান, বিএনপির সিনিয়র নেতা মো. শফিকুর রহামন শফিক, মো. মোস্তফা কামাল বকুল লস্কার, জেলার শ্রমিক দলের আহ্বায়ক মো. মতিউর রহমার রনি,যুবদলের আহ্বায়ক মো. আরিফুর রহমান পাবেল প্রমুখ।
ছাতক (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের ছাতকে স্বৈরশাসক শেখ হাসিনার পতনে বিজয় মিছিল করেছে শিক্ষার্থীরা মঙ্গলবার (৬ আগস্ট) এ বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। সরকারি কলেজের সামনে থেকে শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে ছাতক ট্রফিক পয়েন্টে শিক্ষর্থীরা জড়ো হয়ে বক্তব্য দিয়ে মিছিলের সমাপ্ত করে তারা। মিছিল শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরবর্তীতে শহীদদের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল করা হবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ডাকসু) সাবেক নাট্য বিষয়ক সম্পাদক ডা. উপস্থিত হয়ে বক্তব্য রাখেন। শিক্ষার্থীরা তাদের বক্তব্যে সবাইকে বিজয়ের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, আমাদের এই বিজয় আমাদের শহীদ ভাইদের প্রতি উৎসর্গ করলাম। আমরা আমাদের ভাইদের রক্ত বৃথা যেতে দেইনি। আমরা খুব শিগগিরই সরকার গঠন করব। সরকার গঠনের আগ পর্যন্ত সবাইকে সতর্ক থাকতে হবে। আমাদের ব্যবহার করে অনেকেই তাদের ব্যক্তিগত উদ্দেশ্য হাসিল চায়। কিন্তু আমরা তা হতে দিব না। এসময় শিক্ষার্থী সায়েদ আহমেদ, লোকমান আহমেদ, তারেক আহমেদ ওমি, ফারহান আহমদ, রিদওয়ান আহমেদ, সাইদুর রহমান সাইদ, জুবায়েদ আহমেদ, শাহিনূর আলম, অমিদ আমল, সোনা মিয়া, লাভলু তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
লালমোহন (ভোলা) : ভোলার লালমোহন উপজেলায় আ.লীগ সরকারের স্বৈরাচারী শাসন থেকে মুক্তি পেয়ে বিজয়ের ধারা অব্যাহত রাখতে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার শিক্ষার্থী, বিএনপি এবং জামায়াতের উদ্যোগে পৌরশহরের চৌরাস্তার মোড়ে পৃথকভাবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব সফিকুল ইসলাম বাবুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল আজিজ শাহীন, উপজেলা যুবদলের আহ্বায়ক শাহিনুল ইসলাম কবীর, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. শহিদুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোহাম্মদ আব্দুল হক, সেক্রেটারি মাওলানা মোহাম্মদ রুহুল আমিন এবং প্রচার সম্পাদক মাওলানা আজিম উদ্দিন, জেলা ছাত্র শিবিরের সভাপতি মো. জসিম উদ্দিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এছাড়া শিক্ষার্থীদের উদ্যোগে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে আনন্দ মিছিল বের হয়ে পৌরশহর প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড়ে সমাবেশ করা হয়। এ সময় ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আব্দুল হান্নান রানা, তাবিবুর রহমান শিফাত, মোহাম্মদ তন্ময় এবং মো. মুন্নাসহ আরও অনেকে।
ইন্দুরকানী (পিরোজপুর) : পিরোজপুরের ইন্দুরকানীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন উৎসুক জনতা। গত সোমবার শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের সংবাদে ইন্দুরকানীর উপজেলার ইউনিয়ন থেকে শুরু করে পারা মহল্লা পর্যন্ত দফায় দফায় আনোন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন এলাকার ছাত্র জনতা ও বিএনপি-জামায়াত সমর্থকসহ সর্ব সাধারণ নাগরিক। পরে পথসভায় বক্তাব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ফরিদ আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক এইচ. এম. ফারুক হোসাইন, জামায়াতের ইসলামীর আমীর মাও. আলী হোসেন, যুবদল নেতা মো. শাহিদুল ইসলাম প্রমুখ। সভাশেষে শোকরানা দোয়া ও মিষ্টি বিতরণ করা হয়।
রাজবাড়ী : রাজবাড়ীর কালুখালীতে বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে। দীর্ঘ ১৬ বছর আ.লীগের শাসনামাল থেকে মুক্ত হওয়ায় তারা এ আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন বলে জানিয়েছেন। উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে আলোচনা সভায় জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক লায়ন অ্যাড. আব্দুর রাজ্জাক খানের সভাপতিত্বে বক্তব্য দেন সাবেক কালুখালী উপজেলা বিএনপির সদস্য সচিব মোসলেম উদ্দিন মিয়া, বিএনপি নেতা শাজাহান আলী মাস্টার, সাবেক রতনদিয়া ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মণ্ডল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কাজী শারমিন আক্তারসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শতশত নেতাকর্মীরা উপজেলা শহরের আশপাশ রাস্তা পদক্ষিণ করে একই স্থানে এসে সমাপ্ত করে।
পাবনা : পাবনার সদরসহ সব উপজেলা বিভিন্ন এলাকায় বিজয় মিছিল ও আনন্দ মিছিল করছে। পাবনা শহরের জেবির মোর এ্যাডওয়ার্ড কলেজ গেটসহ বিজয় উল্লাসে মেতে উঠেছেন ছাত্রজনতা। সারা দেশের ন্যায় পাবনায় ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন আর আন্দোলন থেকে রুপ ন্যায় গণঅভ্যুত্থান। আর এ অভ্যুত্থানে সরকারের নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিভে যায় শত শত তরুণদের তরতাজা টগবগে প্রাণ। পাবানাতেও এর ব্যাতিক্রম হয়নি কেরে নিয়েছে তিনটি প্রাণ আর বিনিময়ে অবিস্মরণীয় এক জয়ের দেখা পেলো পাবনার ছাত্র-জনতা।
মোরেলগঞ্জ (বাগেরহাট) : বাগেরহাটের মোরেলগঞ্জে ছাত্র আন্দোলনে সরকারের পদত্যাগে আনন্দ শোভাযাত্রা ও মিস্টি বিতরণ হয়েছে। ছাত্র আন্দোলনের চাপ সইতে না পেরে গত সোমবার শেখ হাসিনা সরকার পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগের পরপরই বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় আনন্দ শোভাযাত্রা ও মিষ্টি বিতরণ করেছে সাধারণ মানুষ, শিক্ষার্থী, বিএনপির অংগসংঠনসহ বিভিন্ন পেশার জনসাধারণ। মোরেলগঞ্জ উপজেলা বিভিন্ন এলাকা থেকে আসতে থাকে সাধারণ জনসাধারণ জাতীয় পতাকাসহ নানান শ্রেণিপেশার মানুষ উপজেলার বিভিন্ন সড়কে জমায়েত হতে থাকে। খণ্ড খণ্ড আনন্দ শোভাযাত্রা শুরু হয়। এক সময় আনন্দ শোভাযাত্রা বিশাল আকার ধারণ করে। উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রায় যোগদান করা সাধারণ মানুষের বক্তব্য শুনতে চাইলে বলেন, নতুন করে এদেশ যেন আরেকটা স্বাধীন হলো। ছাত্রসমাজের আন্দোলনকে দমানো এত সহজ নয়।
কালিয়াকৈর (গাজীপুর) : গাজীপুরের কালিয়াকৈরে পৌর ও উপজেলা বিএনপি আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পৌর ও উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ একত্রিত হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ধরে একটি বিশাল মিছিল বের করে। মিছিলকারীরা জাতীয় পতাকা হাতে নিয়ে এবং বিভিন্ন ব্যানার-প্ল্যাকার্ডসহ আ.লীগ সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে পরে বিএনপির কার্যালয়ে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সহ-সভাপতি নুরুল ইসলাম, অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপির সাংগঠনিক হারুন অর রশিদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও কালিয়াকৈর পৌর মেয়র মজিবুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী রিয়াজ উদ্দিনসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
ধোবাউড়া (ময়মনসিংহ) : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের স্মরণে, স্মরণসভা ও স্বৈরাচার পতনের আনন্দ মিছিল করেছে ময়মনসিংহের ধোবাউড়া ছাত্রসমাজ। উপজেলা ডাকবাংলো থেকে মিছিলটি বের হয়ে বাজার ঘুরে উপজেলা পরিষদের গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেয় আল-মামুন, ইয়াসিন আরাফাত, সাইফুল্লাহ, আমিরুলসহ অন্য শিক্ষার্থীরা।
মাদারীপুর : মাদারীপুরে পৃথকভাবে আনন্দ মিছিল করেছে জেলা বিএনপি ও বিভিন্ন বিদ্যালয়ের কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। লেকেরপাড়ের মুক্ত মঞ্চ থেকে আনন্দ মিছিল বের করে শিক্ষার্থীরা। অন্যদিকে সকাল সাড়ে ১০টায় পৌর ঈদগাহ থেকে মিছিল বের করে জেলা বিএনপি। কোটাবিরোধী আন্দোলনের জেলার সমন্বয়ক আব্দুর রহিমের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরান বাজার গিয়ে শেষ হয়। এসময় তারা শেখ হাসিনার বিচার দাবী করে শ্লোগান দেয়। অন্যদিকে ঈদগাহে জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহানের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে। এসময় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেয়।
আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) : চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জামায়াতে ইসলামীর উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এসময় মিছিলে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ উপলক্ষে উপজেলা মঞ্চে আয়োজিত জনসভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমীর অ্যাড. রুহুল আমীন, বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান, সহ সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল, আলমডাঙ্গা উপজেলা আমীর দারুস সালাম, উপজেলা সেক্রেটারি মামুন রেজা, পৌর জামায়াত নেতা নূর মোহাম্মদ টিপু, জামায়াত নেতা শরিফুল পিন্টুসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতারা। জনসভা শেষে আনন্দ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের আলতায়েবা মোড়ে সংক্ষিপ্ত সভা মাধ্যমে শেষ হয়। জনসভার উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজার হাজার জামায়াত ও শিবিরকর্মী অংশগ্রহণ করে।
হাবিপ্রবি : দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিজয় র্যালি শুরু হয়। দলীয় লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতির পরিবর্তে ছাত্রসংসদকে কার্যকর করে নিয়মিত নির্বাচনের দাবি জানিয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তারা বলেন, ক্যাম্পাসে অতিমাত্রায় শিক্ষক ও ছাত্র রাজনীতির ফলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ব্যহত হয়েছে বিগত দিনগুলোতে। ক্লাসরুম, ল্যাব সংকট রয়েছে বিশ্ববিদ্যালয়ে। সেইসাথে অনিয়মিত ক্লাস সেশনজটের কারণ হয়ে দাঁড়িয়েছে। বক্তব্য শেষে র্যালিটি রংপুর-দিনাজপুর মহাসড়ক হয়ে প্রধান ফটকে এসে শেষ হয়।
দৌলতখান (ভোলা) : দৌলতখানে জামায়াতে ইসলামীর উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিকেলে অধ্যক্ষ জাকির হোসেন ফাউন্ডেশন মসজিদ থেকে দৌলতখান উপজেলা জামায়াতের আমির মাওলানা হাসান তারেকের নেতৃত্বে একটি বিশাল মিছিল দৌলতখান পৌর শহর প্রদক্ষিণ করে এ সময় জামায়াতে ইসলামী বাংলাদেশ দৌলতখান শাখা ছাড়াও দলমত নির্বিশেষে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আনন্দ র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা উপজেলার পূর্ব বাইপাস মোড় হতে আনন্দ র্যালি করে। পরে র্যালিটি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাহিরগোলা জামে মসজিদ মোড়ে গিয়ে পথসভা করেন। পথসভায় বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী আন্দোলনের উপজেলা সমন্বয়ক শিক্ষার্থী শামীম সাদিক, আবু ইয়াছিন, হুমায়ন কবির প্রমুখ। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে আনন্দর্যালি করেন। আনন্দ র্যালিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও স্কুলের হাজারও শিক্ষার্থীসহ সাধারণ জনতা অংশগ্রহণ করেন। পরে সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজ মাঠে গায়েবি জানাযা ও নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিএনপি, জামায়াত, ছাত্রশিবির ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কাপ্তাই (রাঙামাটি) : শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার সংবাদ শুনে রাঙামাটির কাপ্তাই উপজেলায় সাধারণ জনতা এবং বিএনপির অঙ্গ সংগঠনসহ সাধারণ জনতা উল্লাস করে বিজয় মিছিল করেছে। গত সোমবার এবং কাপ্তাই উপজেলা সদর এবং প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে আনন্দ উল্লাস, বিজয় মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। এসময় সাধারণ জনতার পাশাপাশি বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতরা আনন্দ মিছিলে লাল সবুজের পতাকা নিয়ে মিছিল করতে দেখা যায়। পরে কাপ্তাই নতুন বাজারে বৃষ্টি উপেক্ষা করে গাড়ির উপর দাঁড়িয়ে সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা বিএনপি সভাপতি লোকমান আহমেদ। অন্যদিকে কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়িতে আনন্দ মিছিল শেষে শহীদ মিনারে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা সাবেক উপজেলা চেয়ারম্যান এবং রাঙামাটি জেলা বিএনপি নেতা দিলদার হোসেন, রহমত উল্লাহসহ আরও অনেকে।
তিতাস (কুমিল্লা) : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির বিজয় নিশ্চিত ও স্বৈরাচার শাসক আ.লীগের সভানেত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সংবাদ পেয়ে কুমিল্লার তিতাস উপজেলায় বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের বিজয় উল্লাসে মিছিল বের করেছে। এসময় বিএনপি নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করতে দেখা যায়। তিতাস উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী গৌরীপুর -হোমনা সড়কের গৌরীপুর বাসস্ট্যান্ড থেকে বাতাকান্দি বাজার অভিমুখে যাত্রা করে। আধাঘণ্টা সময়ের মধ্যে উপজেলাধীন বিভিন্ন ইউনিয়ন থেকে নির্যাতিত, নিপীড়িত বিএনপি নেতাকর্মীদের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী সদর কড়িকান্দি বাজার এলাকায় সমাগত হয়।
টিএইচ