রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১
The Daily Post

বিভিন্ন স্থানে সড়কে ঝরল আট প্রাণ

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন স্থানে সড়কে ঝরল আট প্রাণ

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গাজীপুরের কালিয়াকৈর তিনজন, মাদারীপুরের শিবচরে দুজন, কুষ্টিয়ায় এক স্কুলছাত্র, চাটমোহরে মোটরসাইকেল আরোহী, রাজবাড়ীতে এক কলেজ শিক্ষকসহ আটজনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

কালিয়াকৈর (গাজীপুর) : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই ট্রাকচালক ও এক সহযোগী নিহত হয়েছেন। রোববার (১৬ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, শহাদত হোসেন, বগুড়ার শিবগঞ্জ উপজেলার জামুরহাট গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে। মো. সবুজ, বগুড়ার কাহালু থানার কাজীপাড়া গ্রামের জহিরুল ইসলামের ছেলে। মো. আরিফ হোসেন, টাঙ্গাইল সদর উপজেলার নন্দবালা গ্রামের বাসিন্দা, ট্রাকের সহযোগী হিসেবে কাজ করতেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার ভোরে গাজীপুর থেকে একটি ট্রাক টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কালিয়াকৈরের বোর্ডঘর এলাকায় ট্রাকটি হঠাৎ বিকল হয়ে যায়। এসময় আরেকটি ট্রাক এসে বিকল হওয়া ট্রাকটিকে টেনে নেয়ার চেষ্টা করছিল। দুই ট্রাকের মাঝখানে দাঁড়িয়ে চালক ও সহযোগীরা লোহার চেইন দিয়ে ট্রাক দুটি সংযুক্ত করছিলেন।
ঠিক তখনই, দ্রুতগতিতে আসা আরেকটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে দুই ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে দুই ট্রাকের মাঝে থাকা চালক শহাদত হোসেন ও মো. সবুজ ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় উদ্ধার হওয়া ট্রাকের অপর চালক মো. আরিফ হোসেনকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান। নাওজোড় হাইওয়ে থানার ওসি রইছ উদ্দিন জানান, নিহতদের পরিবারের অনুরোধে মরদেহ হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শিবচর (মাদারীপুর) : মাদারীপুরের শিবচরে বালুবাহী ড্রাম ট্রাকের চাপায়  লিমন বেপারী ও নয়ন নামে ২ যুবক নিহত হয়েছে। গত শনিবার গভীর রাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পূর্ব সন্যাসীরচর এলাকার সার্ভিস লেনে  এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে ও ঘাতক ট্রাকটি আটক করেছে। নিহত লিমন বেপারী শিবচরের দ্বিতীয়খন্ড ইউনিয়নের ঠেঙ্গামারা গ্রামের নুর মোহাম্মদ বেপারীর ছেলে ও নিহত নয়ন মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকার রুস্তম হাওলাদারের ছেলে। তারা দওপাড়া ইউনিয়নের সূর্যনগর বাজারে মোটরসাইকেল গ্যারেজে কাজ করতেন। স্থানীয় সূত্রে জানা যায়, ‘সূর্যনগর বাজারে মোটরসাইকেল গ্যারেজে কাজ শেষ করে গ্যারেজ বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তারা। ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পূর্ব সন্যাসীরচর এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ড্রাম ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই লিমন বেপারীর মৃত্যু হয় এবং পিছনে থাকা নয়ন গুরুতর আহত হন। নয়নকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হলে পথেই তার মৃত্যু হয়।
শিবচর হাইওয়ে থানার ওসি জহিরুল ইসলাম জানান, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে ও আরেকজন ঢাকায় নেয়ার পথে। ড্রাম ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে।

কুষ্টিয়া : কুষ্টিয়ার চৌড়হাস এলাকায় প্রতিতী বিদ্যালয় স্কুলের সামনে রাস্তা পার হওয়ার সময় বালুবাহী ট্রলির চাপায় ইব্রাহীম আলী নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আনোয়ারা খাতুন নামের আরও একজন গুরুত্বর আহত হয়েছেন। আনোয়ারা খাতুন ইব্রাহীমের দাদী। তারা দুজনে স্কুলে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন। রোববার (১৬ ফেব্রুয়ারি) কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের চৌড়হাস প্রতিটি বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহীম কুষ্টিয়ার মিরপুর উপজেলার অঞ্জন-গাছি গ্রামের আহসান হাবীবের পুত্র। বাবার কর্মসূত্রে তারা বটতৈল বিসিক এলাকায় বসবাস করতো। কুষ্টিয়া মডেল থানার ওসি বলেন, এই ঘটনায়  ঘাতক ট্রলিটিকে হেফাজতে নেয়া হয়েছে, চালককে  আটকের জন্য চেষ্টা চলছে।

চাটমোহর (পাবনা) : পাবনার চাটমোহরে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী রুবেল শেখ চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। সে উপজেলার মথুরাপুর গ্রামের দুলাল হোসেন শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার চাটমোহর-পাবনা মহাসড়কের মূল গ্রাম ইউনিয়নের শিমুলতলা নামক স্থানে পাবনা থেকে ছেড়ে আসা সিএনজি এবং মথুরাপুর থেকে রওনা হওয়া রুবেলের মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এসময় গুরুতর আহত হয় রুবেল তাকে প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। গত শনিবার রাতে চিৎিসাধীন অবস্থায় রুবেল মারা যায়। এ ব্যপারে চাটমোহর থানার ওসি মো. মঞ্জুরুল আলম জানান, সিএনজিচালক পলাতক রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

রাজবাড়ী : রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাটিবাহি ট্রলির ধাক্কায় এক কলেজ শিক্ষক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অপর এক শিক্ষক। নিহত শিক্ষকের নাম মো. হাসিবুল ইসলাম বুলবুল তিনি বালিয়াকান্দি উপজেলার খালকুলা গ্রামের বাসিন্দা আর আহত শিক্ষকের নাম মো. জাহাঙ্গীর হোসেন, তিনি বালিয়াকান্দি উপজেলার খামার মাগুরা গ্রামের ইয়ার আলীর ছেলে। নিহত ও আহত দুজনই জামাল কলেজের শিক্ষক। স্থানীয়রা জানান, রোববার (১৬ ফেব্রুয়ারি) জামালপুর কলেজের আইসিটি শিক্ষক হাসিবুল ইসলাম বুলবুল ও শিক্ষক জাহাঙ্গীর হোসেন একটি মোটর সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এ সময় তারা জামালপুর বালিয়াকান্দি সড়কের আখ সেন্টারের সামনে আসলে মাটিবাহি একটি ট্রলি তাদের পিছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিক্ষক হাসিবুল ইসলাম নিহত হন। আর গুরুতর আহত অবস্থা অপর শিক্ষক জাহাঙ্গীর হোসেনকে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনার পর উত্তেজিত জনতা ওই মাটিবাহি ট্রলিটিকে আগুন ধরিয়ে দেয়। বালিয়াকান্দি থানার ওসি মো. জামাল উদ্দিন বলেন, ঘটনা স্থালে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।  

টিএইচ