বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সাতক্ষীরার আশাশুনিতে দুই কলেজশিক্ষার্থী, ঝিনাইদহের কালীগঞ্জে এক কলেজছাত্র, জামালপুরের সরিষাবাড়ীতে এক শিশু নিহত ও মানিকগঞ্জের সিঙ্গাইরে ১০ জন আহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—
আশাশুনি (সাতক্ষীরা) : সাতক্ষীরার আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত একজনকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার (৬ মার্চ) আশাশুনি উপজেলার কুল্যা টু দরগাহপুর (বাঁকা) সড়কের নির্মাণাধীন ধাপুয়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন, কালিগঞ্জ উপজেলার আমিয়ান গ্রামের নিরঞ্জন ঘোষের পুত্র নয়ন ঘোষ ও একই গ্রামের জগন্নাথ ঘোষের পুত্র উইলিয়াম ঘোষ এবং আহত একই গ্রামের তারক ঘোষের পুত্র কর্নেল ঘোষ। তারা তিনজন কালীগঞ্জ কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। স্থানীয় সূত্রে জানা গেছে, তিন কলেজছাত্র গত মঙ্গলবার কালীগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে তালা উপজেলার জেঠুয়া জালালপুর জগন্নাথ গুরুদেবের মন্দিরে একটা যোগ্য অনুষ্ঠানে যোগদেন। সারারাত সেখানে অনুষ্ঠান দেখার পর ভোররাত্রে তারা কালীগঞ্জের দিকে রওনা হলে প্রথিমধ্যে কুল্যা টু দরগাহপুর (বাঁকা) সড়কের নির্মাণাধীন ধাপুয়া ব্রিজে এসে নিয়ন্ত্রণহীন ভাবে ধাক্কা লেগে পানির ভিতরে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে নয়ন ঘোষ ও উইলিয়াম ঘোষ নিহত হয়। গুরুতর আহত অবস্থায় কর্নেল ঘোষকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আশাশুনি থানার ওসি বিশ্বজিৎ কুমার অধিকারী জানান, এ ঘটনা তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী সাহেদ আলী নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে। বুধবার (৬ মার্চ) কালীগঞ্জ পৌরসভার বিহারী মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাহেদ উপজেলার ঈশ্বরবা গ্রামের রমজান আলীর ছেলে। এবছর এইচএসসি পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষায় অংশ নিচ্ছে। ঘাতক ট্রাকটিকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ। কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, মোটরসাইকেল যোগে বাড়ি থেকে বেরিয়ে কালীগঞ্জ শহরে আসছিল সাহেদ আলী। পথিমধ্যে শহরের বিহারীমোড় নামক স্থানে পৌঁছালে সামনের দিক থেকে আসা রড বোঝাই একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ জানান, পরিবারের পক্ষ থেকে কোন মামলা না করায় মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।
সরিষাবাড়ী (জামালপুর) : জামালপুরের সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় শাহাদত হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৬ মার্চ) উপজেলার সাতপোয়া ইউনিয়নে নগদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরিবার ও স্থানীয়রা জানায়, নিহত শিশু শাহাদাত হোসেন সাতপোয়া ইউনিয়নের নগদা এলাকার রঞ্জু মিয়া (গুদু) ছেলে ও স্থানীয় নূরানী মাদ্রাসার ছাত্র। বুধবার (৬ মার্চ) বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বের হয় শাহাদাত হোসেন। নগদা মসজিদ এলাকায় সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এ সময় শিশুর নিথর দেহ পড়ে থাকা দেখতে স্থানীয়রা উদ্ধার সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতব্যর্রত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ-ব্যাপারে সরিষাবাড়ী থানার দায়িত্বরত এস.আই আব্দুল হান্নান জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশটি দাফনের অনুমতি দেয়া হয়।
সিঙ্গাইর (মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিঙ্গাইর শুকতারা পরিবহনের একটি বিয়ের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এ ঘটনায় দশজন যাত্রী আহত হয়। বুধবার (৬ মার্চ) উপজেলার হাতনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, সিঙ্গাইর উপজেলার জামির্তা ইউনিয়নের হাতনী গ্রমের দীপার বিয়ের ফিরতি দাওয়াতে ধমরাই উপজেলাধীন বারবারিয়া যাওয়ার সময় শুকতারা বাস রাস্তার মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অপর পাশ থেকে আসা ১টি সিএনজিসহ রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় বাসের ৪০ জন ও সিএনজিতে ০৫ জনসহ মোট ৪৫ জন যাত্রী ছিলেন। পরবর্তীতে স্থানীয় লোকজন ও সিঙ্গাইর ফায়ার সার্ভিসের সহযোগিতায় যাত্রীদের উদ্ধার করেন। আহতদের হেমায়েতপুর জামাল ক্লিনিকে প্রেরণ করা হয়েছে, আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। সিঙ্গাইর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত আছেন আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
টিএইচ