সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

বিভিন্ন স্থানে সড়কে ঝরল চার প্রাণ

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন স্থানে সড়কে ঝরল চার প্রাণ

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সিরাজগঞ্জের শাহজাদপুরে দুজন, দিনাজপুরের ঘোড়াঘাটে এক বৃদ্ধা ও রাজশাহীর বাঘায় এক যুবক নিহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

শাহজাদপুর (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের যুগ্নীদহ ও বাঘাবাড়ি নামক ২টি স্থানে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ৬ জন আহত হয়েছে। নিহতরা হলেন, টেটিয়ারকান্দা এলাকার সেলিমের স্ত্রী নারগিছ খাতুন ও শেলাচাপড়ীর মৃত ভোলা প্রামাণিকের ছেলে আরশেদ প্রামাণিক। আহতদের উদ্ধার করে বাঘাবাড়ী উত্তরবঙ্গ ট্যাংলরি সমবায় সমিতি হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, শুক্রবার (১০ মে) উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের যুগ্নীদহ এলাকায় ট্রাকের সঙ্গে অটোভ্যানের মুখোমুখী সংঘর্ষে অটোভ্যানের যাত্রী নারগিছ খাতুন ঘটনাস্থলেরই নিহত এবং অটোভ্যান চালক আহত হয়। এছাড়া, উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের বাঘাবাড়ী গ্যাস অফিস সংলগ্ন স্থানে মোটরসাইকেল-সিএনজি ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী আরশেদ প্রামণিক নিহত হয়। শাহজাদপুর থানার এসআই সুমন সাঈদ ঘটানার সত্যতা নিশ্চিত করেছেন।

ঘোড়াঘাট (দিনাজপুর) : দিনাজপুরের ঘোড়াঘাটে রাস্তা পারাপারের সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলায় ৩নং সিংড়া ইউনিয়নের কলাবাড়ী নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। এতে বৃদ্ধার মাথা ও হাত-পা পিষ্ট হয়ে থেঁতলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে রাস্তাপারের সময় একটি ট্রাক বৃদ্ধাকে পিষে দিয়ে চলে যায়। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, নিহত অজ্ঞাত ওই নারী মানসিক ভারসাম্যহীন। তিনি বিভিন্ন বস্তা ও ব্যাগ নিয়ে রাস্তাঘাট ও হাটবাজারে ঘুরে বেড়াতেন। তার পরিচয় কেও জানে না। হাটবাজারে দোকান থেকে খাবার চেয়ে খেতেন। ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ বলেন, ট্রাকটিকে শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহ ছিন্নভিন্ন হয়ে গিয়েছে। আমরা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। প্রযুক্তির সহযোগীতায় আমরা নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করবো। পরিচয় শনাক্ত করা সম্ভব না হলে আইনগত প্রক্রিয়া শেষ করে মরদেহ আঞ্জুমান মফিদুলে হস্তান্তর করা হবে।

বাঘা (রাজশাহী) : রাজশাহীর বাঘায় ফেন্সিডিল নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শহিদ হোসেন নামের এক যুবক নিহত হয়েছে। শুক্রবার (১০ মে) বাঘা-বানেশ্বর মহাসড়কের বিনোদপুর বাজারে মাইক্রোর সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে সে নিহত হয়। নিহত শহিদ হোসেন পুঠিয়া উপজেলার দুর্লোভপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে। মোটরসাইকেল আরেক আরোহী আহত জনি হোসেনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জনি হোসেন চারঘাট উপজেলার ঝিকরা গ্রামের জমির উদ্দিনের ছেলে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়। এ সময় ২৫ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে কোন অভিযোগ না থানায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মনিগ্রাম ইউনিয়নের বিনোদপুর বাজার নাইট গার্ড মকসেদ আলী বলেন, ভোর রাতে একটি মোটরসাইকেল নিয়ে চারঘাটের দিকে যাচ্ছিল। এ সময় কালো রঙ্গের একটি মাইক্রো বাঘার দিকে যাচ্ছিল। হটাৎ বিকট শব্দ শুনে কাছে এগিয়ে গিয়ে দেখি সে একজন ছটফট করছে আরেকজন পাশে কাতরাচ্ছে। স্থানীয়দের ডাকাডাকি করতে করতে ঘটনাস্থলে একজন মারা যায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং আহত একজনকে হাসপাতালে নিয়ে যায়। এ বিষয়ে বাঘা থানার এসআই কামরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। কারও কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে দেয়া হয়েছে। তবে এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।

টিএইচ