সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

বিভিন্ন স্থানে সড়কে ঝরল ছয় প্রাণ

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন স্থানে সড়কে ঝরল ছয় প্রাণ

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হবিগঞ্জের নবীগঞ্জে দুজন, নাটোরের বাগাতিপাড়ায় এক শ্রমিক,  সিরাজগঞ্জ উল্লাপাড়ায় এক নারী, রাঙামাটির কাপ্তাইয়ে এক কলেজছাত্র ও নড়াইলের নড়াগাতীতে একজনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—  
 
নবীগঞ্জ (হবিগঞ্জ) : ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৩ জন। রোববার (৩ মার্চ) নবীগঞ্জ  উপজেলার আউশকান্দি এলাকার মিঠাপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার কাকুয়া গ্রামের মৃত সায়েদ মিয়ার ছেলে আকিব মিয়া, চর কাটকাল গ্রামের লাল মিয়ার মেয়ে সুরচাঁন বেগম। শেরপুর হাইওয়ে থানার  ওসি পরিমল চন্দ্র দেব জানান, সিএনজি অটোরিকশাযোগে মৌলভীবাজার থেকে নবীগঞ্জ যাচ্ছিলেন আকিব মিয়াসহ ৫ জন। পথিমধ্যে আউশকান্দি মিঠাপুর নামকস্থানে পৌঁছামাত্রাই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। এ ঘটনায় আহত হন তিনজন।  আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। দুর্ঘটনার পর ঢাকা সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। 

বাগাতিপাড়া (নাটোর): নাটোরের বাগাতিপাড়ায় শিক্ষাসফরের বাসের ধাক্কায় আরজেদ আলী নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। তিনি গাছ কাটা শ্রমিকের কাজ করতেন। রোববার (৩ মার্চ) উপজেলার জামনগর ইউনিয়নের ফুলতলা এলাকায় আড়ানি-পুঠিয়া সড়কে এই ঘটনা ঘটে। নিহত আরজেদ আলী ওই ইউনিয়নের হাঁপানিয়া মোল্লা পড়া গ্রামের মৃত শুকুর প্রামানিকের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার (৩ মার্চ) বাইসাইকেলে করে গাছ কাটার মইলভাগ এলাকায় যাচ্ছিলেন আরজেদ আলী। অপরদিকে রাজশাহীর বাঘমারা উপজেলার তাহেরপুর এলাকা থেকে আফফান-আলভি নামের বাস একটি কেজি স্কুলের শিক্ষক-শিক্ষার্থী নিয়ে শিক্ষাসফরে নাটোরের লালপুর গ্রীনভ্যালী পার্কের উদ্দেশ্যে যাচ্ছিলো। পথিমধ্যে পুঠিয়া-আড়ানী সড়কের ফুলতলা এলাকায় হঠাৎ বাসটি বাইসাইকেল আরোহী আরজেদ আলীকে ধাক্কা দিলে তিনি ছিটকে পাকা সড়কের ওপর পড়েন। এ সময় স্থানীয়রা তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ সময় বাসের চালক ও সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে স্থানীয়রা বাসটিকে আটকে রেখে বাগাতিপাড়া থানা পুলিশে খবর দেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটিকে তাদের কব্জায় নেয় এবং মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। বাগাতিপাড়া মডেল থানার ওসি নান্নু খান জানান, আফফান-আলভি নামের বাসটি জব্দ করে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। আর নিহত শ্রমিক আরজেদ আলীর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি নিয়মিত মামলা প্রক্রিয়াধীন বলে জানান ওসি। 

উল্লাপাড়া (সিরাজগঞ্জ): উল্লাপাড়া পৌরশহরের শ্যামলীপাড়া বাসস্ট্যান্ডে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়। রোববার (৩ মার্চ) ওই নারী রাস্তা পারাপারের সময় পাবনাগামী একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ। মনিজা খাতুন উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের মিলপাড়া গ্রামের হোসেন আলীর স্ত্রী। নিহত মনিজার ছেলে মনিরুল ইসলাম জানান, তার মা মনিজা তার অসুস্থ খালাকে নিয়ে ডাক্তার দেখাতে বাড়ি থেকে পাবনাতে যাচ্ছিল। উল্লাপাড়ার শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড থেকে বাসে উঠতে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটেছে। হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ জানায়, রাস্তা পারাপারের সময় ট্রাকের চাপায় পথচারী এক নারীর মৃত্যু হয়। ট্রাকটিকে আটক করা হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

কাপ্তাই (রাঙামাটি) : রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের সাফছড়ি এলাকায় ট্রাক এবং সিএনজির সংঘর্ষের ঘটনায় মো. ওমর সালেহিন নামের এক কলেজছাত্র নিহত হয়েছে। ওই যুবক রাঙামাটি সরকারি কলেজের গনিত বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র এবং কাপ্তাই উপজেলা ইউওনও অফিসের অবসরপ্রাপ্ত কর্মচারী মো. আবু তাহেরের পুত্র। এই ঘটনায় সিএনজিতে থাকা মুকুল চন্দ্র তনচংগা ও মো. শামীম আহত হয়েছে। এই ঘটনায় আহত মুকুল তঞ্চঙ্গা জানান, তারা রাঙামাটির ঘাঘড়া থেকে কাপ্তাইয়ের বড়ইছড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলো। পথিমধ্যে সাফছড়ি এলাকায় আসলে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক তাদের সিএনজিকে সজোরে ধাক্কা মারে। এ সময় গাড়ির ডান পাশে থাকা যুবক ওমর সালেহিন মারাত্মক আঘাত পেয়ে সড়কের কয়েকফুট দূরে গিয়ে ছিটকে পরে এবং ঘটনাস্থলে তার রক্তাত্ব অবস্থায় মৃত্যু হয়। এ বিষয়ে জানলে চাইলে কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত ট্রাকটির চালকসহ গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। 

কালিয়া (নড়াইল) : নড়াইলের নড়াগাতী থানার চাপাইলে ট্রলি এক্সিডেন্টে আকাশ শিকদার নামে এক কিশোর হেলপারের মৃত্যু হয়েছে। রোববার (৩ মার্চ) চাপাইল ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকাশ শিকদার থানার চরমধুপুর গ্রামের আমিনুর শিকদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বাগুডাগা গ্রামের এসএসবি ইটভাটার ট্রলীর হেলপার আকাশ গোপালগঞ্জে ইট নামিয়ে ফেরার পথে চাপাইল ব্রিজ হতে নিচে নামার সময় ড্রাইভার ব্রেক করলে সে ট্রলীর উপর থেকে ছিটকে পড়ে গিয়ে পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ বিষয়ে নড়াগাতী থানার ওসি তদন্ত বোরহান উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

টিএইচ